‘নিজেকে যৌনকর্মী মনে হচ্ছিল’! ‘বিশ্বসুন্দরী’ প্রতিযোগিতা থেকে নাম তুলে বিস্ফোরক ‘মিস ইংল্যান্ড’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম! ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন কোনও প্রতিযোগী। আর তারপরেই তাঁর বক্তব্য সাড়া ফেলেছে নেটমহলে।

এ বছর বিশ্বসুন্দরী (মিস ওয়ার্ল্ড) প্রতিযোগিতা হচ্ছে হায়দরাবাদে। গত ১০ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাজস্থানের নন্দিনী গুপ্ত। তাঁর মাথায় উঠবে কি ‘বিশ্বসুন্দরী’র শিরোপা? সেই দেখতেই মুখিয়ে রয়েছেন সবাই।

এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এল এই প্রতিযোগিতা। এখানকার অন্যতম প্রতিযোগী ‘মিস ইংল্যান্ড’ মিলা ম্যাগি। জানা যাচ্ছে, তিনি নাকি আচমকাই প্রতিযোগিতা থেকে নিজের নাম তুলে নিয়েছেন। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী স্বেচ্ছায় সরে দাঁড়ালেন। যার কারণে, স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। অবশ্য এই কারণও ব্যাখ্যা করেছেন মিলা।

প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার জন্য আয়োজক সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, গ্ল্যামারের আড়ালে এখানে প্রতিযোগিতার নামে শোষণ চলে তাঁদের উপর। তিনি বলেছেন, “নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল। আমি ভেবেছিলাম সেখানে গিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করতে পারব। কিন্তু বাঁদরকে যে ভাবে নাচানো হয়, ওখানে আমাদের সেই ভাবেই তৈরি করা হত।”

২৪ বছর বয়সী মিলা আরও বলেন, “প্রত্যেক টেবিলে ছ’জন করে পুরুষ বসে থাকেন। প্রতিটি টেবিলে দু’জন করে প্রতিযোগীকে পাঠানো হয় যাতে পুরো সন্ধেটা ওঁদের মনোরঞ্জন করার জন্য। আমার ভাবতেই অবাক লাগে। আমি এখানে কারও মনোরঞ্জনের জন্য আসিনি।” তাঁর আফসোস, “বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় পরিবর্তন আনতে চেয়েছিলাম। কিন্তু তা যে সম্ভব নয় বুঝতে পেরেছি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *