সেনাদের কুর্নিশ জানাতে আইপিএল ফাইনালে বিশেষ পরিকল্পনা

অপারেশন সিঁদুর-এর পর থমকে গিয়েছিল আইপিএল। দ্বিতীয় দফায় ফের শুরু হয়েছে। তবে সেনাবাহিনীর লড়াই ভোলেনি কর্তৃপক্ষ। আইপিএল ফাইনালেই কুর্নিশ জানানো হবে বীর সেনানীদের। আইপিএল ফের শুরুর পর সেনাকে সম্মান জানাতে বেশ কিছু ম্যাচে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মান জানানো হয়। জায়ান্ট স্ক্রিনেও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেওয়া হয়।
এবার আইপিএল ফাইনালের জন্য বিশেষ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল। সেই উপলক্ষ্যেই বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভি স্টাফ ও চিফ অফ এয়ার স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশবাসীকে আরও ভালো করে জানাতে এবং সাহসী সেনাকে সম্মান জানাতে ৪৫ মিনিটের সমাপ্তি অনুষ্ঠান হবে। যা হবে ফাইনাল ম্যাচের পর। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই দেশের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সাহস এবং নিঃস্বার্থ সেবাকে সেলাম জানায়। এই সাহসীদের জন্যই ‘অপারেশন সিঁদুর’ সফল হয়েছে।
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে দেশের সেই হিরোদের সম্মান জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতের তিন সশস্ত্র বাহিনীর প্রধানকে (জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং) উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের জন্য এই পদক্ষেপ নিয়েছি।’ ফাইনালে তিন বাহিনির প্রধান ছাড়াও ভারতীয় সেনার অনেক আধিকারিক উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠান সেনার সম্মানের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে।
তবে সেখানে বিনোদন জগতের কে বা কারা উপস্থিত থাকবেন, তা উল্লেখ করেননি সাইকিয়া। প্রসঙ্গত, আইপিএলের প্রথমে এই ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায় ইডেন গার্ডেন্সে। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।