‘এই অধ্যায় শেষ’ রোনাল্ডোর বার্তায় ক্লাব ছাড়ার ইঙ্গিত, বাড়ল জল্পনা

0




‘এই অধ্যায় শেষ’। ছোট্ট তিনটি শব্দ। তাতেই কৌতূহল বাড়ল হাজারগুণ। আল নাসরের হয়ে মরশুমের শেষ ম্যাচ খেলেই সমাজ মাধ্যমে এই বার্তা দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে কি তাহলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন রোনাল্ডো!শেষ ম্যাচে সাবলীল ছিলেন। গোল করেছেন। কিন্তু দল অবশ্য তাতে জেতেনি।যা তার ক্লাব কেরিয়ারের ৮০১তম ও আল নাসরের জার্সিতে ৯৯তম গোল।  এরপরই সমাজ মাধ্যমে তিনি লেখেন,  ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা হচ্ছে। সকলের প্রতি কৃতজ্ঞতা।’ একেবারে স্পষ্ট ইঙ্গিত। ২০২২ সালে সৌদি ক্লাবে যোগ দেওয়া রোনাল্ডোর চুক্তি জুন মাসেই শেষ হতে চলেছে। এবারের লিগ মরশুমে তিনিই ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা।যদিও আল নাসর পরের মরসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারেনি। এরমধ্যেই খবর ছড়িয়েছে, ব্রাজিলের একটা নাম প্রকাশ না করা ক্লাব রোনাল্ডোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে, যেখানে তিনি ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। তবে কী ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করতে চান তিনি! এই বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। যে বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নিচ্ছে বোটাফোগো, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো এবং পালমেইরাস।  সৌদি আরব থেকে এ টুর্নামেন্টে শুধু আল হিলাল জায়গা করে নিতে পেরেছে।  ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলকে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হবে যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারেন। পাঁচবার ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফরোয়ার্ড গত বছর বলেছিলেন, তিনি আল নাসরেই কেরিয়ার শেষ করতে পারেন। হঠাৎ তাই এমন বার্তায় জল্পনা বেড়েছে। রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন। ফলে, রোনাল্ডোও খেলার সুযোগ নিতে পারেন। কিছুদিন আগেই ফিফা সভাপতি ইনফান্তিনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্লাব বিশ্বকাপে রোনাল্ডো একটি দলের হয়ে খেলতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কে জানে কোনো ক্লাব হয়তো আগ্রহী হয়ে রোনাল্ডোকে নিয়েও নিতে পারে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *