জল্পনাই সত্য! আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’, থাকছে এক নতুন মুখও! প্রকাশ্যে ঝলক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’টি ঘড়ি, দু’টো আলাদা সময়, ‘কেমন যেন আলাদা আলাদা সব…’ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সামান্য ইঙ্গিতটুকুই যথেষ্ট ছিল। পোস্ট এবং ক্যাপশনের লেখা দেখে অনেকেই আঁচ করতে পেরেছিলেন খুব শীঘ্রই হয় তো আসতে চলেছে ২০২৩ সালের ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। এ বার তাতেই বসল সিলমোহর। জয়া আহসান, কৌশিক সেন এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে নিয়ে একেবারে তৈরি পরিচালক। ছবির নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। কবে থেকে শুরু ছবির শুটিং?
সুমন চট্টোপাধ্যায়, তার স্ত্রী মেঘনা এবং প্রাক্তন স্ত্রী শুভ্রার জীবনকে নিয়েই আবর্তিত হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’ ছবির গল্প। যেখান থেকে শেষ হয়েছিল প্রথম পর্থ, সেখান থেকেই কি শুরু হবে দ্বিতীয় ভাগের গল্প? কী বলছেন পরিচালক? ২০২৩ সালে পরিচালক কৌশিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মাত্র অর্ধেক গল্পই ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে দেখতে পাবেন দর্শকরা। সেখান থেকেই শুরু অপেক্ষা। অবশেষে প্রায় দু’বছর পর ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করতে প্রস্তুত তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে কৌশিক বলেন, “দর্শকদের উচ্ছ্বাস দেখেই এমন ছবির ভাবনা মাথায় আসা। ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের পর তাঁরা অপেক্ষা করেছিলেন ছবির সিক্যুয়েলের জন্য।” পরিচালকের আরও সংযোজন, “একটা বড় সত্য লুকিয়ে আছে এই ছবিতে। যেখান থেকে ‘অর্ধাঙ্গিনী’র শেষ, সেখান থেকেই ‘আজও অর্ধাঙ্গিনী’র শুরু।”
তবে জানেন কি, এই ছবির সিক্যুয়েল নিয়ে প্রাথমিক ভাবনা ছিল না কৌশিক গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, “আমার মনে গল্পের একটা সংক্ষিপ্তসার আগে থেকেই কষা ছিল। আমি একটা নির্দিষ্ট সময়কে ঘিরে ছবিটি শেষ করেছিলাম। ঠিক যেমনটা ঘটেছিল ‘বিসর্জনে’র সময়ও। আমরা জানতাম না এর সিক্যুয়েল হবে কি না। কারণ সবকিছুই প্রথম ছবির সাফল্যের উপর নির্ভর করে। যদিও দর্শক ভালবাসা না দিতেন তা হলে ছবির গল্প অসমাপ্ত থাকলেও এর সিক্যুয়েল হত না। আমরা দু’বছর অপেক্ষা করেছি। আমাদের মনে হয় এটাই এ বার সঠিক সময়।”
পরিচালক জানান, এই ছবিতেও নতুন চমক পেতে চলেছেন দর্শকরা। সব চরিত্রগুলি এক থাকলেও নতুন মুখ হিসেবে যুক্ত হবেন ইন্দ্রাশিস রায়।