দীপিকাকে ‘নারীবাদ’ নিয়ে একহাত ভাঙ্গার, পাল্টা ‘সততা’র বাণী গাইলেন অভিনেত্রীও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাডুকোনের ‘সংঘাত’ ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির আলোচনার বিষয়। ছবির কাহিনি ফাঁস হওয়া নিয়ে সম্প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাঙ্গা। নাম না করলেও পরিচালকের নিশানায় যে দীপিকাই রয়েছেন, এমনটাই অনুমান করেছেন নেটিজেনরা। তার কারণ ছবিতে অভিনয় করার কথা ছিল নায়িকার। পরিবর্তে তাঁর জায়গা দখল করেছেন তৃপ্তি দিমরি। সব মিলিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে।
দীপিকার নামোল্লেখ না করেই তাঁর বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ এনে তিনি লিখেছিলেন, ‘কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি তাঁর উপর ভরসা রাখি যে তিনি কখনোই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু আপনি এটা বুঝিয়ে দিলেন যে আপনি মানুষ হিসাবে ঠিক কেমন।’ নায়িকাকে কটাক্ষ করে পরিচালক আরও লেখেন, তোমার নারীবাদী মনোভাব বোধহয় তোমাকে এটাই শেখায়। একটা ছবি বানানোর নেপথ্যে আমার বহু বছরের পরিশ্রম থাকে। কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমার কোনওদিনই ছিল না। আর কোনওদিন হবেও না।’
এ বার মুখ খুললেন দীপিকাও। মঙ্গলবার স্টকহোমে কার্টিয়ারের এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, “নিজেকে কী ভাবে ব্যালেন্সড রাখেন?” দীপিকার উত্তর, “সত্যতা এবং বিশুদ্ধতা, এই দুটো বিষয়ই আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর যখনই কঠিন পরিস্থিতিতে পড়ি, তখনই নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিই। আর সেই সিদ্ধান্তেই অনড় থাকি। সেটাই আমাকে শান্তি দেয়।” যদিও এ প্রসঙ্গে কারও নামোল্লেখ করেননি দীপিকা। তবে নেটিজেনরা মনে করছেন, পরোক্ষভাবে ভাঙ্গাকেই জবাবটা দিলেন অভিনেত্রী।