বৃহস্পতি থেকে প্লে অফ শুরু, বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে

0

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের প্লেঅফ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে যেমন শ্রেয়স আইয়ারের কাছে সুযোগ, দ্বিতীয়বার টানা ফাইনালে পৌঁছনোর। অন্যদিকে বিরাট কোহলির সামনেও সুযোগ থাকছে ফাইনালের টিকিট জোগাড় করে ফেলার। ৩০ মে এলিমিনেটরে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস। যে দল হারবে তারা ছিটকে যাবে। যারা জিতবে তারা ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিরুদ্ধে।

জয়ী দল যাবে ফাইনালে। তবে প্লে অফ জুড়ে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। কীহবে তখন, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে।কারণ রিজার্ভ ডে নেই কোনও।ম্যাচগুলো অবশ্য শেষ করতে বাড়তি দুই ঘণ্টা সময় থাকবে। সেই দুই ঘণ্টাতেও ম্যাচ শেষ করা না গেলে তবেই পরিত্যক্ত ঘোষণা করা হবে। আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা আছে প্লে-অফ ম্যাচে কোনো বিজয়ী নির্ধারণ করা না গেলে কী হবে। এমন কিছু হলে দেখা হবে মুখোমুখি হওয়া দুই দলের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকায় ওপরে ছিল, তা। লিগ পর্বে ওপরে থাকা দলই চলে যাবে পরের রাউন্ডে। ফলে, প্রথম কোয়ালিফায়ার যদি পরিত্যক্ত হয়, তবে ফাইনালে উঠে যাবে পাঞ্জাব।

সেক্ষেত্রে বেঙ্গালুরুকে হাত কামড়াতে হবে। ঙ্গালুরুকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আবার এলিমিনেটর ম্যাচ পরিত্যক্ত হলে বাদ পড়ে যাবে লিগ পর্বে চতুর্থ হওয়া হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠবে গুজরাট টাইটান্স। তবে আশার কথা মুল্লানপুরে বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তাপমাত্রা বেশ গরম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটে ‘আকুওয়েদার’। তবে শুক্রবার, এলিমিনেটরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। তবে যে সময়ে ম্যাচ শুরু হবে তখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ফাইনালের ক্ষেত্রে পরের দিনটি ‘রিজার্ভ ডে’ হিসেবে রাখা হয়েছে। কোন দল এবারের চ্যাম্পিয়ন হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *