দেশে করোনার থাবা, অন্যদিকে ব্যাঙ্কক থেকে ফিরেই ধুম জ্বর ভারতীর, কান্নায় ভেঙে পড়লেন শিল্পী!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সারা বিশ্বে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এরই মাঝে ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকেই অসুস্থ ভারতী সিং। তাহলে কি শরীরে ভাইরাসেরই থাবা? আতঙ্কের কান্নায় ভেঙে পড়লেন কৌতুকশিল্পী। কোলে ছোট সন্তান। করোনা আবহে শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত তিনি।

সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় ভারতী। ইউটিউবে একটি ভ্লগিং চ্যানেল আছে তাঁর। রোজনামচার মজার মজার মুহূর্ত ভাগ করে নেন তিনি। এ দিনও নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিতে ভোলেননি তিনি। সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই তিনি জানান পুরো বিষয়টা। ব্যাঙ্কক গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর থেকেই ধুম জ্বর কাবু করেছে গোটা শরীর। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ভারতী। রক্ত পরীক্ষাও হয়েছে।

ভারতী বলেন, “আমার রক্ত নিয়ে গিয়েছেন একজন। বেশ কিছু দিন ধরে আমার শরীর ভাল নেই। কিছু ভাল লাগছে না। ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে খুব অবসন্ন ও অলস লাগছে। গুরুতর কিছু হয়েছে কি না, তা দেখার জন্যই এই রক্ত পরীক্ষাগুলো হচ্ছে। কিন্তু আমার খুব ভয় করছে।”

অভিনেত্রী জানান, তাঁর ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই ভয় লাগে। ভারতী কাঁদতে কাঁদতে বলেন, “সকাল থেকে আমি কাঁদছি রক্ত পরীক্ষা হবে বলে। আমার খুব ভয় লাগে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি। কারণ নানা রকমের খবর পাচ্ছি। সারা শরীরের পরীক্ষাও করাব আমি। আপনারাও নিজেদের খেয়াল রাখুন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *