ঋতুদার সঙ্গে আলাপ করিয়েছিলাম, সারাজীবন ওই মেয়েটাকেই খুঁজে বেড়ালেন: কৌশিক গঙ্গোপাধ্যায়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘ঋতু’হীন ১৩ বছর পেরিয়ে গেলেও, তিনি থেকে গিয়েছেন সকলের মনের মণিকোঠায়। তাই তো তাঁর সম্পর্কে বলতে গিয়েই চোখ ভিজল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরও। তাঁর যে বড় আফসোস। যে মেয়েটির সঙ্গে আলাপ করিয়েছিলেন, তাঁকেই সারাজীবন খুঁজে গেলেন ঋতুপর্ণ ঘোষ।

কিংবদন্তির মৃত্যুবার্ষিকীর দিনেই প্রকাশ্যে এসেছে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবির ট্রেলার। এ দিন ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল ছবির গোটা টিম। সেখানেই সর্বসমক্ষে চোখে জল নিয়ে নিজের ‘ভুল’ স্বীকার করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

কৌশিক পরিচালিত ‘আরেকটি প্রেমের গল্প’ ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। পরিচালক বলেন, “ঋতুদা চিরকালই সাজগোজ করতে ভালবাসতেন। সাজলেই জিজ্ঞেস করতেন ‘আমাকে রেখার মতো লাগছে? দেখ আমি শর্মিলা ঠাকুরের মতো করে বসেছি।’ যখন চপলরানি সেজে বেরিয়ে এলেন অনেকক্ষণ পর। আমরা কেউ আর কথা বলছি না ওঁর সঙ্গে। এত সুন্দর দেখতে লাগছিল ঋতুদাকে। একদম পরিপূর্ণ নারীর মতো লাগছিল। একটাই কথা জিজ্ঞেস করেছিলেন, ‘লাগছে আমায় রেখার মতো?’ আমি বলেছিলাম, ‘রেখার থেকেও সুন্দর লাগছে’।”

পরিচালক বলে চললেন, “ঋতুদার শুটিং শেষ হল। তারপর তিনি সাজঘরে গেলে। আমরা নিজেদের মধ্যে কথা বলছি। হঠাৎ করে কেশসজ্জাশিল্পী এসে বললেন ‘ঋতুদা ডাকছেন’। এত অপূর্ব তাঁকে লাগছিল মহিলার বেশে। সাজঘরে গিয়ে দেখি সেই মেয়েটি ভ্যানিস! একটা কালো টিশার্ট আর প্ল্যাট পরে ঋতুদা বসে মেকআপ তুলছেন। কাজল ঘেঁটে রয়েছে সারা মুখে। কী অসহায় লাগছে দেখে। খুব করুণ লাগছিল। ঋতুদা রীতিমতো কাঁদছিলেন। আমাক আরও একটা কথা বলে আরও কাঁদতে লাগলেন। বললেন, ‘মেয়েটি চলে গেল…’

তারপরেই একটু থেমে কৌশিক গঙ্গোপাধ্যায় আবার বলতে শুরু করলেন, “আমি দুঃখিত, সেদিন ঋতুদার সঙ্গে ওই মেয়েটাকে আলাপ করিয়েছিলাম। আমার মনে হয়, ঋতুদা সারাজীবন ওই মেয়েটিকে খুঁজে বেড়িয়েছেন। বহু বছর অপেক্ষা করেছেন। আর তাঁকে খুঁজে পেতে এই গলি ওই গলি ঘুরেছেন। নানান জায়গায় ছুটেছেন। কখনও সার্জারির জন্য তো আবার কখনও ওষুধের জন্য। একদিন সকালে হঠাৎ শুনলাম ঋতুদাই হারিয়ে গেলেন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *