ঘাড়ে হেনস্থার অভিযোগ, সৌরভের জীবনীচিত্র থেকে কি বাদ পড়বেন চিত্রগ্রাহক প্রতীক?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রকে ঘিরে একাধিকবার উঠে এসেছে চিত্রগ্রাহক প্রতীক শাহের নাম। যদিও এর নেপথ্যে রয়েছে গুরুতর অভিযোগ। দাদার জীবনীছবিতে কাজের সুবাদেই নাকি ২০ জন মহিলার থেকে নগ্ন ছবি চেয়েছিলেন তিনি। পরিচালক অভিনব সিং এই খবর প্রকাশ্যে আনতেই তোলপাড় সমাজমাধ্যম। যদিও এমনটা নতুন নয়, এর আগেও নাকি একই কাণ্ড ঘটিয়েছিলেন প্রতীক।
দীর্ঘ সময় ধরেই আলোচনায় রয়েছে মহারাজের জীবনীচিত্রের খবর। যদিও একাধিক কারণে পিছিয়ে কাজ। এরই মধ্যে কাজ শুরুর আগেই যদি তার সঙ্গে যুক্ত কারও ঘাড়ে এমন অভিযোগ বর্তায়, তাহলে বিপদ বাড়বে তো কমবে না। তাই কানাঘুষো শোনা গিয়েছিল, ছবির প্রযোজক লাভ রঞ্জন চিত্রগ্রাহকের পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রতীককে। সত্যি কি তাই?
বিতর্ক বাড়তেই প্রকাশ্যে এল নতুন আলোচনা। ঘনিষ্ঠসূত্রে খবর, প্রতীক শাহকে চিত্রগ্রাহকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরটি একেবারেই ভুয়ো। পরিচালক অভিনব অভিযোগ এনেছেন ঠিকই। কিন্তু প্রতীকের বিরুদ্ধে না আছে কোনও লিখিত অভিযোগ, এবং না তো তা প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কাজ থেকে সরানো যাবে না বলেই মতামত অনেকের। কাজেই প্রযোজনা সংস্থার তরফ থেকেও এমন কোনও পদক্ষেপ করার খবর মেলেনি।
