‘ফালতু লোক জন!’ রানি-কাজলের কাকার শ্রাদ্ধানুষ্ঠানে ফের মেজাজ হারালেন জয়া

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরই স্পষ্টবাদী তিনি। যত্র তত্র ছবিশিকারিদের ভিড় একেবারেই নাপসন্দ তাঁর। এমনকি প্রয়োজনে সর্বসমক্ষে তাঁদের ধমক দিতেও ছাড়েন না তিনি। কথা হচ্ছে জয়া বচ্চনকে নিয়ে। মঙ্গলবার রানি মুখোপাধ্যায় এবং কাজলের কাকা পরিচালক রণ মুখোপাধ্যায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে এসেও মেজাজ হারালেন বচ্চন-ঘরনি।

মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন প্যাপারাৎজি। যদিও তাঁদের বিশেষ পাত্তা না দিয়েই সোজা হেঁটে প্রার্থনা সভায় ঢুকে যান জয়া। কিন্তু বেরনোর সময় অন্য দৃশ্য।

মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ। এমন সময় ছবিশিকারিরা এগিয়ে আসতেই ধমক দেন তাঁদের। কড়া ভাষায় বলেন, “চলুন, আমার সঙ্গে আপনারাও চলুন…” পেছনে ফিরে প্রয়াত পরিচালকের পুত্র সম্রাট মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন, “এদেরকে কেন ডাক?” সম্রাটের উত্তর, “আমি ডাকিনি।”

যদিও তাতেও বিশেষ লাভ হয়নি। জয়াকে গাড়ি পর্যন্তও অনুসরণ করতে থাকেন ছবিশিকারিরা। মেজাজ হারিয়ে জয়া বলেন, ‘‘গাড়িতে উঠেও যাবেন আমাদের সঙ্গে? আসুন না…”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *