‘শাকিব তো সবাইকেই…’ ছেলের ‘বিতর্কিত’ জীবন নিয়ে কী বলছেন মা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুই বাংলারই জনপ্রিয় অভিনেতা তিনি। তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেও বিতর্কের শেষ নেই। তিনি অভিনেতা শাকিব খান। অভিনেত্রী অপু বিশ্বাসকে লুকিয়ে বিয়ে করেছিলেন। যদিও সেই সম্পর্ক টেকেনি। তার পর অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক। সেই সম্পর্কও স্বল্পস্থায়ী। দুই পক্ষেরই সন্তান রয়েছে অভিনেতার।  প্রথম পক্ষের ছেলে আব্রাম জয় এবং দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ বীর। দুই অভিনেত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না থাকলেও বাবা হওয়ার দায়িত্ব থেকে কিন্তু পিছু হটেন না শাকিব। দুই সন্তানের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন অভিনেতা। এ বার ছেলের ‘বিতর্কিত’ জীবন নিয়ে মুখ খুললেন মা রেজিয়া বেগম।

এক সময় শাকিবের বিরুদ্ধে তাঁর দুই প্রাক্তন স্ত্রী সর্বসমক্ষে অনেক কথাই বলেছিলেন। যদিও সেই সব নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা। সেই সব নিয়ে প্রত্যক্ষভাবে কোনও মন্তব্য না করলেও রেজিয়া বেগমের কথায় ইঙ্গিত মিলেছে অনেককিছুরই।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, “আপনার কাছে শাকিবের সবচেয়ে বড় গুণ কী? আর সবচেয়ে দুর্বল দিক?” উত্তরে নায়কের মা বলেন, “আমার ছেলেটা খুব ভাল মনের মানুষ। কখনওই কারও অমঙ্গল কামনা করে না। আর দুর্বল দিক হল, খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসের কারণে বার বার ঠকেছে ও। ব্যক্তিগত জীবন ও পেশা জীবনে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে। আমার ছেলে খুবই চাপা স্বভাবের। নিজের কষ্টের কথা সে কাউকে বুঝতে দেয় না। মাথায় রাজ্যের চাপ নিয়েও নিজের মানুষেরা যেন ভাল থাকে, সেই চেষ্টা করে।” এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই অনেকেই মনে করেছেন, শাকিবের ব্যক্তিগত সম্পর্কের দিকটিকে ঘিরেই এমন মন্তব্য তাঁর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *