ছড়িয়ে রয়েছে খাবারের থালা, মুহূর্তে মেঘানি নগরে চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে বিমানটি

0

ট্রেন্ডিং: ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবারের থালা, গ্লাস। ঘরের অর্ধেক অংশ ধূলিসাৎ। এটাই সেই জায়গা, যেখানে অহমদাবাদ সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা থাকতেন। অহমদাবাদের বিমানবন্দর থেকে উড়ানের পাঁচ মিনিট পরে অহমদাবাদের মেঘানি নগর এলাকার এই ভবনেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে প্রায় ৫০ জন ইন্টার্ন থাকতেন। আহত পড়ুয়াদের সকলেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে। যদিও ওই বাড়িটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে উরাণ নেয়। তার কিছু মুহূর্ত পরেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় তৎক্ষণাৎ। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সিভিল হাসপাতালে। যদিও তাতে ঠিক কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

একাধিক সংবাদ সংস্থার দাবি, বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২০০ জনেরও বেশি মানুষ ছিলেন সেই বিমানটিতে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকার্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *