অবিশ্বাস্য ‘বিশ্বাস’! বিমান দুর্ঘটনায় ‘মৃত্যুঞ্জয়ী’ একজনই, বেঁচে ফিরলেন বিশ্বাস কুমার রমেশ

0

ট্রেন্ডিং: কথায় আছে, ‘রাখে হরি মারে কে’, সেই প্রবাদই যেন সত্যি হল বছর ৪০-এর বিশ্বাস কুমার রমেশের ক্ষেত্রে। মর্মান্তিক অহমদাবাদ বিমান দুর্ঘটনায় একমাত্র ‘মৃত্যুঞ্জয়ী’ তিনি। খবর মিলেছিল, ওই দুর্ঘটনায় মারা গিয়েছে প্রায় ২৪২ জন। সংবাদসংস্থা ‘এএনআই’ প্রকাশ্যে আনে যে বেঁচে ফিরছেন একজন। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এআই-১৭১ বিমানটি। তার পরেই ভেঙে পড়ে সেটি। অন্যান্য সহযাত্রীদের মৃত্যু হলেও, বরাতজোরে বেঁচে ফিরলেন বিশ্বাস কুমার।

জানা গিয়েছে, তিনি বিমানের ১১এ (11A) আসনে বসে ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে হেঁটেই অ্যাম্বুল্যান্সে উঠতে দেখা যায় তাঁকে। অহমদাবাদের কমিশনার জিএস মালিক জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের সঠিক অঙ্ক জানা যাচ্ছে না। এই সংখ্যা আরও বাড়তে পারে।

সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন রমেশ। তাঁর বুকে, চোখে এবং পায়ে আঘাতের চিহ্ন। বেঁচে ফিরে আসাটা যেন তাঁর কাছেও অবিশ্বাস্য। তিনি বলেন, “উড়ানের ৩০ সেকেন্ড পর তীব্র শব্দ শুনতে পেলাম। এর পরই আছড়ে পড়ে বিমানটি। সবকিছু দ্রুত ঘটে গেল।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *