বয়স ৯৬ বছর, কী কারণে হাসপাতালে ভর্তি নির্মলকুমার! কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কয়েকদিন আগেই খবর মিলেছিল হাসপাতালে ভর্তি অভিনেতা নির্মলকুমার। কিন্তু কেন? হঠাৎ কী এমন হল ৯৬ বছরের এই অভিনেতার? জানা গিয়েছে পায়ে সংক্রমণজনিত কারণেই তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। সেলুলাইটিস থেকে ছড়িয়েছে সংক্রমণ। এখন কেমন আছেন তিনি? অন্যা মিমি ভট্টাচার্য জানিয়েছেন এই মুহূর্তে তাঁর বাবার অবস্থা স্থিতিশীল।

দীর্ঘদিনের অভিনয় জীবন নির্মলকুমারের। বাঞ্ছারামের বাগান’, ‘আদালত ও একটি মেয়ে’র মতো একাধিক ছবির প্রসঙ্গ উঠলেই তাঁর কথা মনে আসে। বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই চিন্তিত তাঁর অনুরাগীরা। পায়ের ত্বকে জীবাণু সংক্রমণ থেকে সেলুলাইটিস দেখা দেয়। এই বয়সে এসে এই সংক্রমণ যদিও খুবই সাধারণ। তবে সংক্রমণ সারতে সময় লাগবে বলেই জানিয়েছেন ডাক্তার। যদিও কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি, তার উত্তর অধরা।

বয়স বাড়ছে অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়েরও। এই মুহূর্তে ধারাবাহিক ‘রোশনাই’তে অভিনয় করছেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *