একই সঙ্গে শাকিবকে নিয়ে দুই প্রাক্তনের পোস্ট, অপু লিখলেন, ‘অসুস্থ প্রতিযোগিতায় নেই’ নিশানায় বুবলী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অপু বিশ্বাস এবং শবনম বুবলী, দু’জনেই ‘প্রাক্তন’ হয়ে গেলেও বাবার দায়িত্ব থেকে সরে যাননি শাকিব খান। দুই অভিনেত্রীর সঙ্গে ছাদ আলাদা হলেও বহুবারই দুই ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। সেই মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে ভোলেন না দুই প্রাক্তন।
প্রায় দু’বছর ধরে শাকিবকে নিয়ে দড়ি টানাটানি চলছে দুই নায়িকার মধ্যে। যেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই চলে দুই প্রাক্তনের সমাজমাধ্যমের পোস্ট। অনেক সময়, নেটিজেনরাও রসিকতার ছলে লিখে বসেন, ‘অপু-বুবলী দু’জনেই যেন মরিয়া হয়ে বোঝাতে চান, শাকিব তাঁদের কতটা ঘনিষ্ঠ।’ এ বার প্রসঙ্গেই মুখ খুললেন অপু। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কোনওরকম অসুস্থ প্রতিযোগিতায় নেই’।
অপু তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারও ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।’
এখানেই থেমে থাকেননি তিনি। অপু আরও যোগ করেন, “আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনও সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারও সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারও সঙ্গে পা মেলাতে রাজিও নই।’