আইসিসির শীর্ষস্থানে অনড় বুমরাহ-জাদেজা, মার্করামের লম্বা লাফ
স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলেনি। দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বোলাররা। তবু আইসিসি র্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে অনড় ভারতের জসপ্রীত বুমরাহ।প্রথম দশে অবশ্য আর কোনও ভারতীয় বোলার নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। কিন্তু শেষ প্রকাশিত বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে তাঁর স্থান পরিবর্তন হল না। তালিকার দুই নম্বরেই থেকে গিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া হেরে গিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৫) ও নাথান লিঁও (৬) এক ধাপ করে পিছিয়ে গিয়েছেন। বুমরাহর পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। প্রথম দশে সেখানেও নেই আর কোনও ভারতীয়। অন্যদিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলেন এডেন মার্করাম। তাঁর সেই ইনিংস দক্ষিণ আফ্রিকাকে টেস্টের রাজদণ্ড এনে দেয়। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার ঘোচে চোকার্স তকমা। নতুন র্যাঙ্কিংয়ে সেরা খেলার পুরস্কারও পেলেন তিনি।সাত ধাপ এগিয়ে উঠছেন ১১ নম্বরে। মার্করামের রেটিং পয়েন্ট ৭২৩। দশে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট কম।
ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। হেডের অবনতি হওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের সৌদ শাকিল (৯) ও ভারতের ঋষভ পন্থের (৮)। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ফলে ভারতের যশস্বী জয়সওয়াল রয়ে গেছেন চার নম্বরে। ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল এখন ২৫ নম্বরে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আছেন ছয়ে। চূড়ায় আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।