স্পাইন সার্জারির পরেও সন্তান কোলে সারারাত, কলকাতা বিমানবন্দরের অব্যবস্থায় সরব কনীনিকা 

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কোলে শিশুসন্তান। স্পাইন সার্জারির পরেও ঘণ্টার পর ঘণ্টা মেয়েরকে কোলে নিয়ে বিমানবন্দরে ছুটে বেড়াতে হয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। আন্তর্জাতিক উড়ানের সময়ে মেলেনি কোনও স্ট্রলার। কলকাতার বিমানবন্দরের চরম অব্যবস্থা নিয়ে এ বার ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

বুধবার ইনস্টাগ্রামে অত্যন্ত বিরক্ত হয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই ভিডিয়োবার্তায় কনীনিকা বলেন, “তোমরা অনেকেই জানো আমার স্পাইন সার্জারি হয়েছে। যদিও এটা তেমন বলার মতো কোনও বিষয় নয়। অনেক মায়েরাই রয়েছেন, যাঁদের এমন সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বা বিভিন্ন শারীরিক অসুস্থতা রয়েছে। আমরা স্ট্রলার নিজেদের সঙ্গে রাখি কোনও ফ্যাশনের জন্য নয়। কিন্তু বিগত ছয় বছর ধরে কলকাতা বিমানবন্দরে আমি আমার সন্তানের জন্য স্ট্রলার পাই না। প্রত্যেকবার এই নিয়ে লড়াই করেও কোনও লাভ হয় না।”

অভিনেত্রী জানান, বুধবারও তাঁর উড়ান ছিল। কিন্তু স্ট্রলারের কথা জিজ্ঞেস করতেই উত্তর আসে, “ডোমেস্টিক ফ্লাইট হলেও ব্যবস্থা করা যেত। কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে এমন পরিষেবা দেওয়া যাবে না”। অথচ ব্যাংককে এমন অসুবিধায় পড়তে হয়নি কনীনিকাকে। তিনি বলেন, “ব্যাংককে যখন বিমানবন্দরে মেয়েকে নিয়েছিলাম, আমার সঙ্গে আমার বাবা-কাকাও ছিলেন। দু’জনেই ষাটোর্দ্ধ। বিমানবন্দরের কর্মীরা আমার সন্তানকে স্ট্রলার থেকে নামানোর জন্যেও বলেননি। ওই ভাবেই হয়েছিল চেকিং। তাঁরা বোঝেন একজন বাচ্চাকে নিয়ে এত জনের মাঝখানে চলাফেরা করা যথেষ্ট কঠিন। কিন্তু এখানে আমি সারারাত কিয়াকে কোলে নিয়ে ছিলাম। এখন এসে চাইলাম। তাও পেলাম না।”

বিরক্তির সঙ্গে কনীনিকা বলেন, “আমার মনে হয় না কলকাতা বিমানবন্দর ছাড়া অন্য কোথাও এমন অব্যবস্থা রয়েছে। ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার কাছে একটা বিভীষিকা। রাতের বেলা কোনও সাহায্য পাওয়া যায় না। আমার মেয়ের ছয় বছর বয়স। আমি তাঁকে কোলে নিয়ে হাঁটতে পারি না। আরও অনেক মায়েদের নানা সমস্যা থাকে। আমি জানি না কী ভাবে গলা ফাটালে এই পরিবর্তনটা আসবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *