দীর্ঘদিন পর বাংলা ছবি, কলকাতায় ফিরে সায়ন মুন্সি বললেন, ‘যেন বৃত্ত সম্পন্ন হল’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে তিনি পরিচিত এক নামেই। প্রবাসে থাকলেও কলকাতার সঙ্গে তাঁর ‘বং কানেকশন’। তিনি সায়ন মুন্সি। একসময় বেশকিছু হিন্দি এবং বাংলা ছবিতে অভিনয় করেছিলেন এই সুদর্শন অভিনেতা। হঠাৎই কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। সিনেমা থেকে দীর্ঘ বিরতি। অবশেষে ফিরলেন তিনি। প্রায় এক যুগ পর আবারও বাংলা ছবি বানাচ্ছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর হাত ধরেই হল সায়নেরও প্রত্যাবর্তন।

‘ডিয়ার মা’ ছবিতে দেখা যাবে সায়নকে। কোথায় হারিয়ে গিয়েছিলেন এতদিন? ছবির প্রচারে এসে তিনি বলেন, “আমি বিগত ১০ বছর নিউইয়র্কে ছিলাম। সেখানেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি খুব ‘বর্তমান’-এ বিশ্বাস করি। পেছনে ফিরে অথবা ভবিষ্যতের দিকেও তাকাতে পারি না। অবশ্যই কলকাতায় আমার পরিবার রয়েছেন। এই শহরের সঙ্গে আমার যোগসূত্র আছেই। যেখানেই যাই না কেন কলকাতা আমার বাড়ি। বিগত তিন বছর ধরে আমি কলকাতায় আছি। মনে হচ্ছে জীবনের বৃত্ত সম্পন্ন হল।”

সায়ন জানান, তাঁর কাছে ছবির প্রস্তাব এনেছিলেন অনিরুদ্ধ নিজেই। পরিবার সম বন্ধুকে কি ফিরিয়ে দেওয়া যায়! অভিনেতা বলেন, “আমি রাজি হয়ে বলেছিলাম, অবশ্যই। ওঁদের সঙ্গে কাজ করা হল ছুটি কাটানোর মতো। অভিনয় করে খুব ভাল লাগল। সবাই খুব ভাল কাজ করেছেন। এই ছবিটা মানুষের ছুঁয়ে গেলে আমি খুব সন্তুষ্ট হব।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *