দুর্ঘটনার সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানেই ছিলেন পরিচালক, তার পর থেকেই নিখোঁজ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছিল না কোনও প্রমাণ, ছিল না হদিশ। পরিবারের সদস্যরা মানতেই চাননি যে অহমদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় পরিচালক। অবশেষে খোলসা হল সবটাই।
অহমদাবাদ বিমান দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ২০০-রও বেশি যাত্রী। স্পষ্টভাবে বলা যায়, একজন বাদে কেউই বেঁচে ফিরতে পারেননি এয়ার ইন্ডিয়ার বিমান থেকে। ওই বিমানেই ছিলেন গুজরাটি পরিচালক মহেশ জিরাওয়ালা। দুর্ঘটনাস্থল থেকে তাঁর আধপোড়া বাইক পাওয়া গিয়েছে। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তবুও পরিবারের দৃঢ় বিশ্বাস, বেঁচে আসছেন মহেশ। সেই কারণে পরিচালকের দেহ নিতেও অস্বীকার করেন তাঁরা।

অবশেষে হাতে এল দেহের ডিএনএ রিপোর্ট। তাতেই স্পষ্ট সবটা। না, পরিচালক আর বেঁচে নেই। মৃত ২৪১ জনের তালিকাতেই ছিলেন পরিচালক। মহেশের পরিবার মানতে বাধ্য হয়েছে, তিনি নেই।