বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড ৯৬, তবু ম্যাচের ভাগ্য বোঝা মুশকিল

তৃতীয় দিনের শেষ। ৯০০ বেশি রান হয়েছে। ২০ টার বেশি উইকেট পড়েছে। লিডসে তবু কেউ ফেভারিট বলার উপায় নেই। আপাতত ৯৬ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়েছে। যশস্বী ফিরেছেন ৪ রানে। সাই সুদর্শন ৩০ রানে আউট। চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন অপরাজিত থাকা দুই ব্যাটার কেএল রাহুল ও অধিনায়ক শুভমন গিল। রাহুল হাফসেঞ্চুরির দোরগোড়ায়। ৪৭ অপরাজিত। আর শুভমনের রান ৬।
এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৬ রানের লিড এনে দেন বুমরাহই। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১০০.৪ ওভারে ৪.৬১ গড়ে যেখানে ৪৬৫ রান তুলেছে। বুমরাহ এর মধ্যে একাই তুলে নেন ৫ উইকেট। তাও ইকোনমি মাত্র ৩.৩৬। বিদেশের মাটিতে ইনিংসে এটি বুমরাহর ১২তম ৫ উইকেট। বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে তাঁর সমান ১২ বার ৫ উইকেট আছে আর শুধু কপিল দেবের। এরপর অনিল কুম্বলে (১০ বার)। বুমরাহ ছাড়া প্রসিধ কৃষ্ণা তিন উইকেট নিয়েছেন, মহম্মদ সিরাজ দুটি। রানটা এত কাছাকাছি নিয়ে যেতে পারত না ইংল্যান্ড, যদি না ব্রিটিশরা পাঁচ পাঁচবার জীবনদান না পেত। ইংল্যান্ডের ইনিংস টেনেছেন দু’জন। ওলি পোপ সেঞ্চুরি করেন। তিনি আউট হন ১০৬ রান করে। ৬২ রান করেন বেন ডাকেট। হ্যারি ব্রুক মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করতে পারলেন না। তিনি আউট হন ৯৯ রান করে। জেমি স্মিথের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ৩৮ রান করেন ক্রিস ওকস এবং ২৮ রান করেন জো রুট।
