এপিজে আব্দুল কালামের নকলেই ‘তেরে নাম’-এ চুলের ছাঁট! কতটা অনুপ্রাণিত হয়েছিলেন সলমন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শেষ কিছু ছবি বক্সঅফিসে তেমন সাফল্য না পেলেও সলমন খানের ছবি মানে বরাবরই বক্স অফিসে ঝড়। অনুরাগীদের উন্মাদনা যেন চোখে পড়ার মতো। এমনকি এত বছর পরেও ‘আইকনিক’ ছবির তালিকাতে রয়েছে সলমনের ‘তেরে নাম’ ছবিটি। ২০০৩ সাল মুক্তি পাওয়া সেই ছবিতে সলমনের হেয়ারস্টাইল আজও আলোচনায়।
ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখনও সেই সময়কার কিশোর-যুবকদের মধ্যেও সলমনের মতো চুল কাটার প্রবণতা দেখা দিয়েছিল। লম্বা চুল। মাথার মাঝখান দিয়ে সিঁথি। সেই চুলের ধরন আজও চর্চিত। কিন্তু এর নেপথ্যে কার অনুপ্রেরণা ছিল? সম্প্রতি সলমন নিজেই খোলসা করেন সবটা।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের চুলের ছাঁটের নকলেই নাকি ধরা দেয় চবির ‘রাঁধে মোহন’। “তেরে নাম’ ছবির লুকটা এপিজে আব্দুল কালামের থেকে অনুপ্রাণিত। আসলে ছোট শহর বা মফস্সলের নায়কদের চুল সাধারণত লম্বাই হয়। পুরনো দিনের নায়কদের চুল লম্বাই হত।”