‘মার্ডার করে দেওয়া উচিত’, ‘কেশরী চ্যাপ্টার ২’ নিয়ে কাকে দুষলেন চিরঞ্জিৎ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবি নিয়ে ইতিমধ্যেই সরগরম নেটদুনিয়া। বাঙালি বিপ্লবীদের নাম পরিবর্তন এবং তথ্য বিকৃতিকে ঘিরে ফুঁসে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বার সর্বসমক্ষে রাগে খড়্গহস্ত হলেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
বড় পর্দার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানে একটি দৃশ্যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং’ হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষ হয়ে গিয়েছেন ‘বীরেন্দ্র কুমার’! স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয়েছে মামলাও।
সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে আডিশনের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোজাসাপটা জবাবেই বুঝিয়ে দেন এই বিষয়টি নিয়ে কতটা বিরক্ত তিনি। চিরঞ্জিতের সাফ মন্তব্য, ‘মার্ডার করে দেওয়া উচিত। সর্বনাশ করেছে। ভয়ঙ্কর ভুল এটা। এটা তো না জেনে করছেন না। জেনে শুনেই করা হচ্ছে। অত্যন্ত অমার্জনীয় অপরাধ এটা।” যদিও তিনি কি তাঁর মন্তব্যের মধ্যে ছবির নির্মাতাদেরই ‘মার্ডার’ করে দেওয়ার কথা বললেন, নাকি চিত্রনাট্যকে দুষলেন, তা স্পষ্ট নয়।