পাক অভিনেত্রীর সঙ্গে সিনেমা ঘিরে বিতর্কিত দিলজিৎ, হানিয়ার হলেই সরব গায়ক-অভিনেতা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সবে ট্রেলার প্রকাশ্যে এসেছে। তাতেই বিদ্বেষ ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে।ভারতীয়দের ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করে বিপাকে পাঞ্জাবী অভিনেতা দিলজিৎ। পহেলগাঁও কাণ্ডের পরে ভারত-পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক কার্যত স্তব্ধ। দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি ‘সর্দারজি ৩’-এ পাক অভিনেত্রী হানিয়া আমিরের অভিনয় ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ছবির ঝলক সামনে আসতেই দিলজিতকে নিষিদ্ধ করার দাবি তোলে এফডব্লিউআইসিই। তাদের বক্তব্য, পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করে জাতীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা।
কিন্তু বিতর্কের মাঝেই ভাইরাল এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ‘আমি বিশ্বের একটি অংশ। গোটা বিশ্বই আমার মাতৃভূমি।’ তিনি জানান, যুদ্ধের আবহে ভালোবাসা ছড়াতে পারে শুধু সংস্কৃতি ও সংগীত। সরাসরি হানিয়ার নাম না করলেও, অনেকের মতে, এই মন্তব্যেই স্পষ্ট তাঁর অবস্থান, তিনি আজকের বিশ্বে বিনোদনকে সীমান্তের ঊর্ধ্বে রাখতে চান। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। তবে অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি ভারতে মুক্তি পাবে না। কেবলমাত্র বিদেশেই মুক্তি পাবে। কিন্তু ছবির ট্রেলার মুক্তি পেতেই শুরু হয় তীব্র নিন্দা।
অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম বৃহত্তম ট্রেড ইউনিয়ন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠিও লিখেছে। ছবিটির ট্রেলার প্রকাশের পরই জানা গিয়েছে, এতে অভিনয় করছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সহ আরও তিনজন, তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের শিল্পী। প্রসঙ্গত, হানিয়া আমিরের পুরনো মন্তব্যে বিদ্বেষের আগুন আরও ছড়ায়। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’কে “কাপুরুষোচিত” ও “নিষ্ঠুরতা” বলে সমালোচনায় মুখর হয়েছিলেন। এমনকি ভারতীয় সেনাকে ব্যঙ্গ করে সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন। স্বাভাবিকভাবেই এই আবহে পাক অভিনেত্রী হানিয়া অভিনীত ‘সর্দারজি ৩’ ছবি মুক্তির খবরে স্বাভাবিকভাবেই ভারতীয়দের রোষানলে পড়েছেন।