সাত পাকের সঙ্গেই ঘুরল সম্পর্কের চাকা! বিয়ের মাত্র দু’বছরের মাথায় ভাঙছে শ্রীপর্ণার সংসার!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোটপর্দার বেশ পরিচিত মুখ। এক সময় ‘আঁচল’ ধারাবাহিকের হাত ধরে সকলের মনে জায়গা করে নিয়েছিল ‘টুসু’। কিছু বছর আগেই নিজের মনের মানুষ শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে সাত পাক ঘুরেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তাঁদের প্রেম ধরা পড়েছিল বিয়ের আসরেও। স্ত্রী শ্রীপর্ণার থেকে যেন চোখই ফেরাতে পারছিলেন না শুভদীপ। সর্বসমক্ষেই কপালে এঁকে দিয়েছিলেন ভালবাসার চিহ্ন। বিয়ের মাত্র দু’বছরের মাথাতেই নাকি সেই সংসার ভাঙতে চলেছে তাঁদের!

দাম্পত্যের বয়স বেশিদিন নয়। এক সময় অনুরাগীদের সঙ্গে এই সুখী দাম্পত্যের খুঁটিনাটি ভাগ করে নিতেন শ্রীপর্ণা। কিন্তু হঠাৎ কী এমন হল? অভিনেত্রী নাকি সমাজমাধ্যম থেকে তাঁর আর শুভদীপের সব ছবি সরিয়ে দিয়েছেন। তার জেরেই আরও জোরালো হয়েছে বিচ্ছেদের জল্পনা। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি নন অভিনেত্রী।