শেষ হল ‘মিঠিঝোরা’র শুটিং! কবে শেষ সম্প্রচার?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘জি বাংলা’র বেশ জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। ২০২৩ সালের নভেম্বর মাস থেকে সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। অনুরাগীরা শুনলে হতাশ হবেন, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এটি। হ্যাঁ, অন্দরমহলের খবর ঠিক এমনই।

বুধবার অর্থাৎ ২৫ জুন, শেষ হল ধারাবাহিকের শুটিং। শোনা যাচ্ছে, আগামী ১১ জুলাই নাকি হবে এর শেষ সম্প্রচার।

‘মিঠিঝোরা’ সময়ের সঙ্গে দর্শকের মাঝে বেশ পরিচিত হয়ে উঠেছিল। এই ধারাবাহিকের গল্প ভীষণ সাধারণ হলেও তা নজর কেড়েছিল বহু মানুষের। গল্পের মুখ্য চরিত্রে মূলত তিন বোন। রাইপূর্ণা মুখোপাধ্যায় ওরফে আরাত্রিকা মাইতি। তিনি পরিবারের সবচেয়ে বড় হওয়ার ফলে তাঁর উপরে ছিল সংসারের দায়িত্ব। গল্পে মেজ বোনের চরিত্রে রয়েছেন দেবাদ্রিতা বসু, নাম নীলাঞ্জনা। শেষে ছোট বোন স্রোতস্বিনীর চরিত্রে ছিলেন স্বপ্নীলা চক্রবর্তী। পরিবারের অদূরে সদস্য হিসেবেই পরিচিত ছিল স্রোত। ধারাবাহিক শুরু হয় তিন বোনের মিষ্টি সম্পর্ক নিয়ে। সময়ের সঙ্গে বহু সমস্যার সমাধান হাতে হাত রেখে অতিক্রম করে তারা।

তবে অভাব সরিয়ে ভালো থাকতে চাওয়ার তাগিদে নানা ভুল কাজে নিযুক্ত হয়ে পড়ে নীলাঞ্জনা। যার ফলে তাদের সুখের সংসার একেবারে তছনছ হয়ে যেতে দেখা যায়। অন্যদিকে ভালবাসার মানুষও যখন ঠকিয়ে একা ফেলে রেখে চলে যায়, তখন সেই বোনেদের কী অবস্থা হয়, সেটাও প্রকাশ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেন ধারাবাহিকের পরিচালক। এক মধ্যবিত্ত পরিবারের চড়াই উতরাইয়ের গল্প ‘মিঠিঝোরা’। তবে হঠাৎই ধারাবাহিকের শেষ হওয়ার খবর খানিকটা হলেও হতাশ করেছে অনুরাগীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *