অঙ্কুশের সঙ্গে লড়তে প্রস্তুত আবীর! রথের রশিতে টান পড়তেই প্রকাশ্যে এল ঝলক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এ বারের পুজো ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। বিশেষ করে যাঁরা এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ দেখেছেন, তাঁদের প্রত্যাশার পারদ তুঙ্গে। কারণ এই বছর পুজোতেও ছবির লড়াইয়ে রয়েছেন শিবু-নন্দিতা। রথের টান তো পড়েই গেছে। তার মানেই শারদীয়ার সূচনা। তাই শুভদিনেই শুভ কাজটা সেরে ফেললেন নির্মাতারা। রথের দিন প্রকাশে এল ‘রক্তবীজ ২’-এর ঝলক।
বিশেষ দিনে পরিচালকদ্বয় ভাগ করে নিয়েছেন ছবির নায়ক ‘পঙ্কজ সিংহ’ ওরফে আবীর চট্টোপাধ্যায়ের লুক। গত বারের তুলনায় এ বার যে একটু বেশিই অ্যাকশন মুডে রয়েছেন পঞ্চজ বাবু, তা অনুমান করাই যায় নতুন মোশন পোস্টারে অভিনেতাকে দেখে। অবশ্য এ বারের প্রতিপক্ষ যে জোরদার! আগেই জানা গিয়েছিল, ‘রক্তবীজ ২’তে খলনায়কের ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা। দুই নায়কের মধ্যে লড়াই কেমন জমবে, তা তো সময়ই বলবে।
এ দিন, সমাজমাধ্যমে আবীরের ঝলক ভাগ করে নিয়ে নির্মাতারা লেখেন, ‘জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই — সিংহ। আসছে পঙ্কজ সিংহ। আবারও এই পুজোয়।’