‘এ বার তো বাড়িতে এসে ধর্ষণ করে দিয়ে যাবে’, কসবাকাণ্ডে রাস্তায় নেমে খড়্গহস্ত শ্রীলেখা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: জনপ্রিয় তারকা হলেও প্রতিবাদের মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলানোর আগে দু’বার ভাবেননি তিনি। আরজি কর-কাণ্ডের সময়তে সক্রিয়ভাবে প্রতিবাদে নেমেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খাস কলকাতায় আবারও সেই একই মর্মান্তিক ঘটনার ছায়া। এ বার কসবা। গত রবিবার ফের মিছিলে নেমেছিলেন শ্রীলেখা। সেখান থেকেই কসবার আইন কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
বরাবরই স্পষ্টবাদী তিনি। এ দিন মিলিছে সর্বসমক্ষেই বলেন, “এত কিছু ঘটে যাচ্ছে, কেন পদত্যাগ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়?” তিনি বলেন, “রাজ্যের প্রশাসন, স্বাস্থ্যব্যবস্থা, কিছুই তো ঠিকমতো কাজ করছে না।”
সম্প্রতি এই ঘটনারই প্রতিক্রিয়া দিতে গিয়ে ধর্ষিতা ছাত্রীকেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মদন মিত্র। পাশাপাশি কল্যণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও শ্রীলেখার পাল্টা প্রশ্ন, “মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না ‘ধর্ষণ’ কী? তাঁরই দলের সদস্য প্রশ্ন তুলছেন, ‘কেন মেয়েটি একা একা ওই ঘরে গেল?’ ‘বন্ধু ধর্ষণ করলে প্রশাসন কী করবে?’ মুখ্যমন্ত্রী এঁদের কান ধরে বের করে দিতে পারছেন না? তাহলে মানব ওঁকে।”
অভিনেত্রী বলেন, “আমার দুর্ভাগ্য যে আমি এই রাজ্যে, এই সময়ে জন্মেছি। কলেজের জায়গায়, কাজের জায়গায় এমন ঘটনা ঘটে চলেছে। এরপর তো আমাদের বাড়িতে ঢুকেও ধর্ষণ করে দিয়ে চলে যাবে! কেউ কিছু বলবে না কাজ হারানোর ভয়ে। মানুষের গায়ের উপর গণ্ডারের চামড়া জন্মে গিয়েছে। ক’জন মানুষ প্রতিবাদে নামছেন? আরজি কর-কাণ্ডের সময়ে হুজুকে গা ভাসিয়ে মানুষ প্রতিবাদে নেমেছিলেন। এখন সবটা থেমে গিয়েছে।”
