মা হচ্ছেন সোনাক্ষী! দোষ চাপালেন স্বামী জাহিরের ঘাড়েই
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি কি অন্তঃসত্ত্বা? বিয়ের পর থেকে ক্যামেরার সামনে একই প্রশ্নেরই মুখোমুখি হতে হয়েছে সোনাক্ষী সিনহাকে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয় না নেটমাধ্যমে। এক তো ভিন ধর্মে বিয়ে করায় নিত্যদিন সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও দেখতে দেখতে এক বছর পার। সদ্যই ছিল বিয়ের বর্ষপূর্তি। এ বার বহু চৰ্চিত ‘অন্তঃসত্ত্বা প্রসঙ্গ’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
না, গর্ভবতী নন তিনি। তবে খোলসা করলেন তাঁকে সোনাক্ষী জানালেন তাঁকে অন্তঃসত্ত্বা ভাবার কারণ। যদিও তাঁর স্বামী জাহিরের কারণেই লোকে এমন ভাবছেন বলেই মত অভিনেত্রীর।

বিয়ের আগে প্রায় সাত বছরের সম্পর্ক জাহির এবং সোনাক্ষীর। সমালোচনাকে বিশেষ পাত্তা না দিয়ে বরাবরই নিজেদের বহু মজার মজার মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। এ বারেও তার অন্যথা হল না।
এ দিন অভিনেত্রী তাঁর সঙ্গে স্বামীর কথোপকথনের একটি চ্যাট পোস্ট করেন। জাহিরের সঙ্গে তিনি যে কতটা সুখে আছেন, তা সোনাক্ষীর চ্যাটের ঝলকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতে খাবার শেষ করে এসেছেন সদ্য, তারপর জাহির সোনাক্ষীকে প্রশ্ন্ করেন, ‘তোমার কি খিদে পেয়েছে? ’ তাতে সোনাক্ষী জবাব দেন, ‘ এই মাত্রই তো তোমার সামনে খেলাম, আমাকে এ ভাবে খাওয়ানো বন্ধ কর।’ তার পরই ছিল ভালবাসার আদুরে বার্তার আদান-প্রদান।

এই চ্যাটের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই যে, এটাই কারণ লোকে আমাকে কেন অন্তঃসত্ত্বা ভাবেন।’ আসলে স্বামী জাহির এতটাই নায়িকার খেয়াল রাখেন যে তার ফলে সোনাক্ষীর খানিকটা ওজন বৃদ্ধি পেয়েছে। এমনই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী।