অন্তঃসত্ত্বা অনুরাগীর স্ফীতোদর আগলে শ্রেয়া ঘোষাল, গর্ভস্থ সন্তানকে গেয়ে শোনালেন গান
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আবেগে ভাসছেন অন্তঃসত্ত্বা অনুরাগী। তাঁর স্ফীতোদর আগলে বসে রয়েছেন শ্রেয়া ঘোষাল। তার পরেই তিনি গেয়ে উঠলেন, ‘পিউ বোলে, পিয়া বোলে, কেয়া ইয়ে বোলে, জানু না…’
অনুরাগীরা বলেন, তাঁর কণ্ঠে নাকি বাস করেন স্বয়ং সরস্বতী। শ্রেয়ার সুরের মূর্ছনায় হয় তো ভেসেছিল সেই গর্ভস্থ সন্তানটিও। সেই কারণেই তো গায়িকার গান শুনে নড়ে ওঠে সেও। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে।
আসলে এই ঘটনাটি ঘটেছে সুদূর আমস্টারডামে। সেখানেই গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সেই সময়েই তাঁর এই অনুরাগী পৌঁছে যান মঞ্চের পিছনে। শ্রেয়ার গান তাঁর কতটা পছন্দ, সেটাই উজাড় করতে থাকেন সেই অনুরাগী। তখনই তাঁর স্ফীতোদর ধরে বসে পড়েন শ্রেয়া এবং ছড়িয়ে দিতে থাকেন তাঁর সুরের জাদু। কয়েক পংক্তি গাওয়ার সঙ্গে সঙ্গে নড়ে ওঠে শিশুটি। তারপরেই শ্রেয়া বলেন, “অল ইজ ওয়েল…”