গৃহকর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পরীমণি, খারিজ করল আদালত
এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা। পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন গৃহকর্ম সহায়িকা পিংকি আক্তার। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছিলেন অভিনেত্রী। পাল্টা, তাঁর বিরুদ্ধে অনলাইনে মিথ্যা ও অশালীন তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে মানহানির মামলা করেছিলেন তিনি। এ বার সেই মামলাই খারিজ করে দিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মঙ্গলবার (৮ জুলাই) মামলাটি খারিজের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালতের রায়ে বলা হয়েছে, চলতি বছরের ২১ মে ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে সরকার নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলা দায়ের হয়েছিল বাতিল হওয়া আইনের ২৮ ও ৩১ ধারায়। কিন্তু নতুন অধ্যাদেশে এই ধারাগুলোর অনুপস্থিতির কারণে মামলাটি আর গ্রহণযোগ্য হয়নি।
পরীমণি গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। শুধু পিংকি আক্তারই নন, অভিযুক্তের তালিকায় ছিল সেই দেশের চারটি গণমাধ্যমও। অভিযোগ অনুযায়ী, উক্ত গণমাধ্যমগুলি মিথ্যে বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় সর্বত্র, যার ফলে সামাজিকভাবে কটাক্ষ এবং হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রীকে। এই কারণেই তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছিলেন। তবে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার উপযুক্ত ধারা না থাকায়, আদালত সেটি খারিজ করে দিয়েছেন।