সুরের বাঁধনে কি এক হবে রাজেশ্বর, অমৃতার মন! বর্ষণসিক্ত কলকাতায় নতুন প্রেমের গল্প ‘জারিয়া’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সুর, স্মৃতি, জাদু– এই শহরের আনাচে-কানাচে লুকিয়ে যেন নতুন গল্প। ঠিক যেমন এই গল্পটি। যার হিরো অর্জুন। একজন রেডিও জকি এবং অত্যন্ত প্রতিভাবান গিটারিস্ট। তার গভীর রাতের শো ‘জারিয়া’র সঙ্গে জেগে থাকে গোটা কলকাতাও।

একদিন অর্জুনের গানেই মন দিয়ে বসে তুলিকা– এক স্বাধীনচেতা ফিল্মমেকার। শহরের যত না-বলা কাহিনি আছে, তুলিকা সেগুলি দেখতে চায় তার ক্যামেরার লেন্স দিয়ে। হঠাৎ করেই একটি ক্যাফেতে তার আলাপ হয় অর্জুনের সঙ্গে। সেই সন্ধ্যায় তার গান ক’জন শ্রোতার মন জয় করেছিল জানা নেই, তবে তার গিটারের সুর কাছে টেনেছিল তুলিকাকে। তার পর আর কী, দু’জনের যাত্রা শুরু সেখান থেকেই। গান এবং ছবির মোড়কে দর্শকদের মন জয় করতে আসছে তাদের এক ভিন্ন স্বাদের ভালবাসার গল্প ‘জারিয়া’। পরিচালনায় সুমন মৈত্র। এই ছবির গল্পও লিখেছেন তিনি।

এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন  রাজেশ্বর, অমৃতা চট্টোপাধ্যায় এবং তপতী মুনশি।  প্রযোজনা সামলেছেন অনিমেষ গঙ্গোপাধ্যায়, ‘বেল জার ফিল্মস্‌’ প্রোডাকশন। সংগীতের দায়িত্ব মৌলি চক্রবর্তী। ছবিতে গান গেয়েছেন গায়ক রনজয় ভট্টাচার্য-সহ আরও অনেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *