বিদেশে বৈভবের সঙ্গে দেখা করতে ২ কিশোরী যা করলেন, অবাক নেটিজেনরা
স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখলে বিস্ময় জাগাটাই স্বাভাবিক। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সর্বকনিষ্ঠ হয়ে সেঞ্চুরি করে হইচই ফেলে দেওয়া এই বাঁ হাতি ব্যাটার এখন ইংল্যান্ডেও চর্চায় রয়েছে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডে একইরকম ফর্ম।ভেঙেছেন একের পর এক রেকর্ড। ক্রিকেটকে ভালবাসলে, তাঁর ফ্যান না হয়ে এইমুহূর্তে উপায় কোথায়!এই বয়সেই তাঁর অসংখ্য ভক্ত।দুই ভক্তকে এরমধ্যেই দেখা গেল পাগলপ্রায় অবস্থা। শুধু সূর্যবংশীর সঙ্গে দেখা করবেন বলে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গিয়েছিলেন দুই মেয়ে সমর্থক। ওখানেই যে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সূর্যবংশী।
সেখানেই দেখা করতে ছোটেন অনিয়া ও রিভা নামের দুই মেয়ে। সঙ্গে তাদের বাবাকেও দেখা গেছে। কিশোরী মেয়ে দুটির গায়ে ছিল সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি। দেখা হয় বৈভবের সঙ্গে। এরপর সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। তাতেই ভাইরাল এক ফ্রেমে বৈভব ও দুই কিশোরী।রাজস্থান রয়্যালস জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে ভ্রমণ’।সিরিজে সূর্যবংশীই ছিলেন সেরা পারফর্মার।
৫ ম্যাচের সিরিজে ১৭৪.০১ স্ট্রাইক রেটে, ৭১ গড়ে করেছেন ৩৫৫ রান। ৩০টি চার আর ছক্কা মেরেছেন ২৯টি, যা যুব ওয়ানডের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ। সবচেয়ে স্মরণীয় ছিল তাঁর ১৪৩ রানের ঝোড়ো ইনিংস, যা তিনি মাত্র ৫২ বলে করেছিলেন। এর ফলে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করে নেন। ভারত এই সিরিজ ৩-২ ব্যবধানে জেতে, যেখানে বৈভবের অবদান ছিল অপরিসীম। ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে হৈ-চৈ ফেলে দেন এই ব্যাটার। ১৪ বছর বয়সেই তারকা তকমা জুড়ে গেছে তার নামের পাশে।