৪ বছরও পূর্ণ হয়নি, ছোট্ট ঈশান যেন পাক্কা শেফ! গর্বিত মা নুসরত
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এখনও ৪ বছরেরও চৌহদ্দি পেরোয়নি। তার আগেই যেন পাক্কা শেফ ছোট্ট ঈশান। তাকে ঘিরেই তো অভিনেত্রী নুসরত জাহানের জগৎ। ছেলেকে প্রচারের আলো থেকে দূরে রাখলেও ছোট্ট ঈশান দাশগুপ্তের ছোট থেকে বেড়ে ওঠা, প্রতি মুহূর্তেরই যেন ছায়াসঙ্গী নায়িকা। এ বার প্রকাশ্যে আনলেন খুদের এক অসাধারণ প্রতিভা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে দুটো আটার রুটি। ধারের দিকটি এবড়োখেবড়ো হলেও বেশ ভালই গোল হয়েছে রুটি দুটি।

তবে এই দুটি অতি সাধারণ স্যাঁকা রুটির বিশেষত্ব হল, এটি ছোট্ট ঈশানের হাতের বানানো। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘ছেলে যখন রান্না করতে যায়। আমি ধন্য।’ এত ছোট বয়সে এমন দক্ষভাবে রুটি করেছেন ঈশান। তা দেখে অবাক নেটদুনিয়াও।