পুরীতে বিনোদিনী-গিরিশ, শুটিংয়ে ব্যস্ত সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’র টিম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং চলছে পুরোদমে। কয়েক দিন আগেই উল্টো রথ উপলক্ষে রাজ চক্রবর্তীর সঙ্গে পুরীতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সফরের রেশ কাটতে না কাটতেই নায়িকা ফের পৌঁছে গেলেন পুরী। তবে এ বার ‘বিনোদিনী’ হয়ে।

ছবির টিম একাধিক পর্বে কাজ শুরু করেছে। কলকাতায় একপ্রস্থ শুটিংয়ের পর এখন চলছে পুরী অধ্যায়। এ দিন সমুদ্রতটে যীশু সেনগুপ্ত ধরা দিলেন নিত্যানন্দ প্রভুর অবতারে। ব্রাত্য বসু হলেন গিরিশচন্দ্র ঘোষ। আর বিনোদিনী রূপে ধরা দিলেন শুভশ্রী যাঁকে নিয়ে গিরিশের নাট্যযাত্রা। আর রাজা প্রতাপ রুদ্রের চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ।


এই ছবিতে শুধু তারকাদের সমাহারই নয়, একসঙ্গে কাজ করছেন দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতা – রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (তৃণমূল বিধায়ক) এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। রাজনীতির বিভাজন সরিয়ে রেখে একসঙ্গে কাজ করছেন তাঁরা। রাণা সরকার ও এসভিএফ প্রযোজিত এই ছবি নিয়ে সৃজিত ছয় বছর আগে ভেবেছিলেন। ‘জাতিস্মর’-এর পর আবারও রাণা সরকার, এসভিএফ এন্টারটেনমেন্ট এবং যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করছেন সৃজিত। এই ছবির একটি বড় একটা অংশ ওড়িশার বিভিন্ন লোকেশনে হবে।

শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনি তিন সময়কালের প্রেক্ষাপটে এই ছবিতে পরিবেশিত হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *