‘মিথ্যে বলছেন সুমন, তিনি হিন্দুও নন, মুসলমানও নন’, বিস্ফোরক তসলিমা নাসরিন

0

এন্টারটেনমেন্ট ডেস্ক: চলতি বছরের মার্চ মাসের ঘটনা। গায়ক-সঙ্গীতকার কবীর সুমনকে ঘিরে তীব্র আক্রমণ করেছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় ফেরা নিয়ে কবীরের একটি মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছিলেন লেখিকা। এমনকি তাঁকে ‘জিহাদি’ তকমা দিতেও পিছপা হননি তসলিমা। এ বারেও তাঁর নিশানায় বর্ষীয়ান গায়ক।

আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে কবীর সুমন এক শুভেচ্ছাবার্তা পোস্ট করলে সুমনকে সর্বসমক্ষেই তুলোধনা করলেন তিনি। প্রশ্ন তুললেন কবীর সুমনের ধর্মজ্ঞান এবং চরিত্র নিয়ে।

গত ১১ জুলাই ছিল আধুনিক বাংলা গানের কিংবদন্তি আল মাহমুদের ৯০তম জন্মদিন।
তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েই সমাজ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন গায়ক ও গীতিকার। তিনি সেই পোস্টে লেখেন, “আপনি যে পক্ষই নেন, আপনি আমার কবি। আজও প্রেমের কবি। আমার বৃদ্ধ বয়সেও নাছোড় প্রেমের কবি। ‘এ বক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক।’ আমি যে ডেরায় থাকি, সেখানে একজন আপনার কবিতা পড়ে শোনায়, উদ্ধৃতি দেয়। মাঝে মাঝে মনে হয়, শুধু আপনার কবিতার জন্যই আমি মুসলমান।”

এই পোস্ট চোখে পড়তেই বেজায় চটে যান তসলিমা। তিনি লেখেন, ‘মানুষ যত বুড়ো হয়, তত শুদ্ধ হয়, তত উদার হয়। কবীর সুমন যত বুড়ো হচ্ছেন, তত ভণ্ড হচ্ছেন, তত সংকীর্ণ হচ্ছেন। আল মাহমুদের মতো মৌলবাদী কবির জন্য নাকি তিনি মুসলমান হয়েছেন। মিথ্যে কথা। তিনি মুসলমান মহিলাকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছেন।”

এখানেই থামেননি তসলিমা নাসরিন, কবীর সুমনকে কটাক্ষ করে তিনি আরও বলেন যে, “ আসলে তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তিনি নাস্তিক। নিজের সুবিধে আদায় করতে কখনও তিনি হিন্দু সাজেন, কখনও মুসলমান সাজেন। কারও শিল্পকর্ম ভালবাসলে তার ধর্ম গ্রহণ করতে হবে কেন? কবীর সুমন তো বব ডিলানের গান খুব ভালবাসেন, তিনি তো বব ডিলানের ইহুদি ধর্মে বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হননি!”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *