‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে’, শুটিং সেরে পরিবার সহ স্কটল্যান্ডে দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক: লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শ্যুটিং শেষ, পরিবারকে সময় দিতে স্কটল্যান্ডে উড়ে গেলেন সুপারস্টার দেব। টলিউডের এই জনপ্রিয় তারকা যে শুধু পর্দার ‘সুপারস্টার’ নন, বাস্তব জীবনেও একজন ফ্যামিলি ম্যান, তা আরও একবার প্রমাণ করে দিলেন।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিবারের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন দেব। ছবির ক্যাপশনে লিখেছেন, “ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে।” এই ক্যাপশন যেন বলে দিচ্ছে, কেরিয়ারের ব্যস্ততার মাঝেও পরিবারই তাঁর কাছে সবচেয়ে আগে। সিনেমার সংলাপের মতোই দেবের এই বার্তা এখন নেটপাড়ায় ভাইরাল। এর আগে লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শ্যুটিংয়ের মুহূর্তগুলোও তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, যেখানে তাঁর নতুন লুক ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
চলতি বছরের সরস্বতী পুজোতেই ‘প্রজাপতি ২’-এর ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। গত বছর দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বাবা-ছেলের চরিত্রে তাঁদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। পরিচালক অভিজিৎ সেন বরাবরই সম্পর্কের গভীর দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। তাই ‘প্রজাপতি ২’ থেকেও তেমনই এক হৃদয়গ্রাহী গল্পের প্রত্যাশায় রয়েছেন দর্শক।