‘দর্শকদের থেকে আমি বেশি বিরক্ত’, বিচারক হয়েও ‘চন্ডালিকা’ বিতর্কে সরব মমতা শঙ্কর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র সঙ্গে হিন্দি ছবির গান— সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে অভিনেত্রী দেবলীনা দত্তের উপস্থাপনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। ওই পর্বে মিঠুন চক্রবর্তী, বিচারকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের পাশাপাশি বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মমতা শঙ্কর। কিন্তু সেই উপস্থাপনা ঘিরে তাঁর কিছু মন্তব্য শুনেও বেশ হতাশ হয়েছেন দর্শকরা।

বিতর্ক বাড়তেই সমাজমাধ্যমে মুখ খুললেন বর্ষীয়ান নৃত্যশিল্পী তথা অভিনেত্রী। মমতা শঙ্করের স্পষ্ট দাবি, “আমার কিছু মন্তব্য কেটে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমিই প্রথম বলেছিলাম যে ‘চন্ডালিকা’র সঙ্গে হিন্দি গান মানায় না। কিন্তু আমার মন্তব্য রাখা হয়নি। আমি জানি না সকলের সামনে আমি নিজেকে কীভাবে প্রমাণ করব।”

বলা বাহুল্য, অভিনেত্রীর জীবনের প্রথম নিজস্ব নৃত্যনাট্য হল ‘চন্ডালিকা’। তিনি বলেন, “দর্শকরা আমার উপরে যতটা না বিরক্ত। তার থেকে অনেক বেশি বিরক্ত আমি নিজে। ছোট্ট বাচ্চাদের কোনও দোষ নেই। ওরা ভাল নাচে। কিন্ত কোরিয়োগ্রাফারদের তো বলাই যায়। আপনারা জানেন আমাদের করা নৃত্যনাট্যটি ১৯৭৮ সাল থেকে এখনও লোকমুখে প্রশংসিত। আমি কীভাবে এই উপস্থাপনাকে ভাল বলতে পারি? আমাকে যাঁরা সামান্য পরিমাণে চেনেন, আমার উপরে একটু ভরসা রাখতে পারেন। আমার স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন, আমরা কী বিশ্বাস করি আর কী করি না।” অভিনেত্রী জানান, এই বিতর্কের পর অত্যন্ত বাজেভাবে আক্রমণ করা হচ্ছে তাঁকে। মমতাশঙ্করের অনুরোধ, তাঁর কথায় যেন আস্থা রাখা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *