জন্মদিনে পার্টিতে বিতর্কের মাঝে, বার্সায় আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

0





লামিনে ইয়ামাল। সদ্য সাবালক হওয়ার আনন্দ স্মরণীয় করে রাখতে ইয়ামাল ইবিজায় যে জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন, সেখানেই বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করে এনেছিলেন তিনি। বিতর্কের ঝড় ওঠে স্পেনে। স্পেনের সমাজসেবী সংগঠনগুলোর মতে, খর্বকায় মানুষদের এভাবে ‘ভাঁড়’ হিসেবে ব্যবহার একেবারেই অনুচিত এবং সরাসরি দেশের প্রতিবন্ধী আইনভঙ্গের শামিল। বিতর্কের মাঝেই, হাতে উঠল ক্যাম্প ন্যুর আইকনিক জার্সি—বার্সেলোনার নম্বর ১০।  যে জার্সি একসময় মেসির ছিল, আর তার আগেও ছিল মারাদোনা, রোনাল্ডিনহো কিংবা রিভাল্ডোর গায়ে। এখন তার উত্তরসূরী ইয়ামালই। নতুন জার্সি নিয়ে ইয়ামাল বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, আর সেটা করতে চাইতাম ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটা ছেলের এই স্বপ্ন থাকে। মেসি নিজের পথ তৈরি করেছে, এখন আমি আমারটা গড়ব।’ গত মাসে বার্সার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন এই স্প্যানিশ তারকা। মেসির বিদায়ের পর ২০২১ সালে বার্সার ১০ নম্বর জার্সি পান আনসু ফাতি। কিন্তু একাধিক চোটের কারণে তিনি দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হন। এই সময়ের মধ্যেই ইয়ামাল নিজেকে বার্সা ও স্পেন উভয়ের হয়েই অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেন। বার্সার এটা ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মরশুমে অভিষেকের সময় তিনি ৪১ নম্বর পরে খেলেন, এরপর পরের মরশুমে ২৭ আর শেষ মরশুমে ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন। মজার ব্যাপার, মেসিও একসময় ১৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন।
প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার আগেই ক্যাবিনেট যেন উপচে পড়েছে ইয়ামালের। ক্লাবের হয়ে ১০৬টি ম্যাচ, গোল ২৫টি। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছেন। বার্সেলোনার হয়েও জিতেছেন দুইটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি সুপারকোপা। এরপরও ইয়ামাল মনে করিয়ে দিয়েছেন, ‘আমি এখনও চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতিনি। এখন এই দুটোই আমার লক্ষ্য।’
তবে এরমধ্যেই জন্মদিনের বিতর্ক নিয়ে তদন্ত করছে স্প্যানিশ সরকার।তবে ইয়ামাল এসব প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। বলেন, ‘আমি বার্সার খেলোয়াড়। কিন্তু ক্লাব ক্যাম্পাসের বাইরে আমার নিজের জীবন আছে, যেটা আমি উপভোগ করি। পরিবারের বাইরে কারও প্রশংসা বা সমালোচনা আমার কাছে বড় নয়।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *