বয়স ৭৫, হঠাৎ অসুস্থ রাকেশ রোশন, অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন কেমন আছেন পরিচালক?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক রাকেশ রোশন। কয়েক দিন আগেই শরীরে অস্বস্তি অনুভব করায় তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণের পর আইসিইউতে স্থানান্তর করেন তাঁকে।

বাবাকে নিয়ে চিন্তিত ছিলেন ছেলে হৃতিক রোশন , কন্যা সুনয়না রোশন, স্ত্রী পিঙ্কি রোশন ও হৃতিকের সঙ্গিনী সাবা আজাদ। এই মুহূর্তে পরিবারই তাঁর ছায়াসঙ্গী। তবে আশার কথা—অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন অনেকটাই স্থিতিশীল রাকেশ রোশন।

মেয়ের কণ্ঠেও স্বস্তির সুর, সুনয়না বলেন, “বাবার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। এখন তিনি সুস্থ। চিকিৎসকেরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই, তবে কয়েক দিন বিশ্রাম জরুরি।”

রাকেশ রোশনের বয়স এখন ৭৫-এর কোঠায়। এর আগেও ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন তিনি। বলিউডে যেমন সামনে থেকেও কাজ করেছেন, তেমনই পর্দার পেছনে থেকেও বহু সফল ছবির রূপকার তিনি। সেই তালিকায় অন্যতম নাম ‘কাহো না প্যার হ্যায়’, ‘কৃষ’, ‘কোই মিল গেয়া’র মতো ছবি।

একদিকে যখন রাকেশ রোশনের অসুস্থতার খবর নিয়ে উদ্বেগ চলছে, ঠিক তখনই রাকেশ-হৃতিকের আসন্ন ছবি ‘ওয়ার ২’ নিয়েও আলোচনা তুঙ্গে। ২০১৯ সালের ব্লকবাস্টার ছবি ‘ওয়ার’-এর এই সিক্যুয়েলে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। আগামী মাসেই, অর্থাৎ ১৪ই আগস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। এই পরিস্থিতিতে রাকেশ রোশনের দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *