‘সেলফি’তেই শোরগোল! সৃজিতের সঙ্গে প্রেম করছেন সুস্মিতা? এ বার মুখ খুললেন জুটি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে তাঁর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং নিয়ে ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। সদলবলে পাড়ি দিয়েছেন পুরীতে। আর সেই সমুদ্রতট থেকেই ভেসে এল নতুন জল্পনা। নতুন প্রেমে জড়িয়েছেন পরিচালক? অবশ্য যত শোরগোল একটি ‘সেলফি’কে ঘিরেই। সেই ফ্রেমে সৃজিত একা নেই, পাশে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরেই যেন সখ্য বেড়েছে তাঁদের। পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘স্যর আঁখো পর’। তাতেই যেন তরঙ্গের গতিতেই ছড়িয়েছে দু’জনের ‘প্রেমচর্চা’!

এর আগে বহু অনুষ্ঠানেই একফ্রেমে ধরা দিয়েছেন সৃজিত এবং সুস্মিতা। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’র অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেল এই চর্চিত যুগলকে। প্রেম-জল্পনা নিয়ে উত্তর দিতেও সংকোচবোধ করলেন না তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হতেই প্রশ্ন ধেয়ে আসে এই প্রসঙ্গে। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, ‘আমরা শুধুই ক্লোজ ফ্রেন্ডস’!

সুস্মিতা আরও বলেন, “আমি আর সৃজিত খুব ভাল বন্ধু। এর থেকে বেশি আমি আর কী বলব! যে যা লিখছেন, আমার সেই নিয়ে কিছু বলার নেই।”

পাশে দাঁড়ানো সৃজিতের সংযোজন, “একটা সাধারণ সেলফি নিয়ে এত জল্পনা-কল্পনা কেন? আমরা তো ২০২৫ সালে বাস করছি। মানছি আমরা একটা পিরিয়ড ড্রামা বানাচ্ছি। কিন্তু দাঁড়িয়ে আছি তো ২০২৫ সালেই। কাজেই একটু শান্ত হন আপনারা।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *