২০২৬ বিশ্বকাপেই পেনাল্টির নিয়ম বদলের পরিকল্পনা, কাদের সুবিধে হবে?

0



এতোদিন যেভাবে পেনাল্টি থেকে গোল হতো, তা কি আর দেখা যাবে না ২০২৬ ফুটবল বিশ্বকাপে? পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে কিংবা ক্রসবার অথবা পোস্টে লেগে ফিরে এলে আবারও শট নেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে সেটা গোল কিক হবে। ২০২৬ বিশ্বকাপ থেকে এমন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ফুটবলের আইনপ্রণেতারা। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এর আগে ফুটবলের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনার চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)। আলোচনায় রয়েছে পেনাল্টির নিয়মও। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, ২০২০ সালে ইউরো কাপের একটি ম্যাচ। যেখানে ইংল্যান্ডের হ্যারি কেনের শট বাঁচিয়ে দেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল। ফিরতি শটে কেন গোল করে দেন।
কেন বদলের ভাবনাচিন্তা? আসলে, বর্তমানে প্রথম শটে মিস করার পর আবার শট নিতে পারেন ফুটবলাররা। অফিশিয়ালরা মনে করেন, নিয়মটা চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটা পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেওয়াকে পেনাল্টি আটকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ পেনাল্টি শট মিস করার পর ফিরতি বলে কেউ শট নিতে পারবে না, সেটা গোলকিক হবে, এই নিয়ম চালু করা নিয়ে ভাবছে আইএফএবি। অর্থাৎ নতুন নিয়ম চালু করা হলে পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে।
৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর বসবে বিশ্বকাপের আসর। তারজন্য জন্য আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নিয়মটি পাস করতে হবে। শুধু পেনাল্টিই নয়, ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে আইএফএবির। কর্নার, দ্বিতীয় হলুদ কার্ড কিংবা বিতর্কিত মুহূর্তে রেফারির সিদ্ধান্তে সাহায্যের জন্য নির্দিষ্টভাবে ভিএআর ব্যবহারের চিন্তা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed