দুর্ভাগ্য রজার বিনির, শনিবারই বিসিসিআই সভাপতির পদ ছেড়ে দিতে হচ্ছে

0




বয়সের গেরো। তাই মেয়াদ শেষের আগেই বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রজার বিনিকে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই।  সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ মেনে আমূল বদলে ফেলা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র। সেই সময় একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল, কারও বয়স সত্তর বছর হয়ে গেলে তিনি আর ভারতীয় বোর্ডের পদাধিকারী থাকতে পারবেন না। শনিবার ১৯ জুলাই বিনির বয়স ৭০ বছর পূর্ণ হতে চলেছে। তাই তিন বছর পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যকাল শেষ হয়ে যাচ্ছে বিনির। শনিবারই বিসিসিআইয়ের সভাপতি পদে আসীন হয়ে শেষ অফিস করবেন। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন রজার বিনি। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী সদস্য বিনি সভাপতি থাকাকালীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেপ্টেম্বর মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তখনও রদবদল আসার সম্ভাবনা রয়েছে। রজার বিনি দায়িত্ব ছাড়ার পর থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত, এই আড়াই মাস কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন ৬৫ বছরের রাজীব শুক্লা, এমনটাই মনে করা হচ্ছে।রাজীব শুক্লা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। তিনি এর আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলের প্রধান ছিলেন তিনি। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি। উল্লেখ্য, প্রাক্তন বোর্ড সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় চলতি বছরের শুরুতে নয়া সচিব পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব পদে এসেছেন অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *