কোল্ডপ্লে কাণ্ডে তোলপাড় নেটপাড়া, মিম শেয়ার ‘জুন আন্টি’র , আলোচনায় রেখা অমিতাভ!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি কোল্ড-প্লে কনসার্টে ‘অ্যাস্ট্রোনমার’ কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন এবং এইচআর ক্রিস্টিনের আপত্তিকরভাবে ক্যামেরাবন্দি হওয়া নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ব্যক্তিগত জীবনে বিবাহিত হয়েও কনসার্টে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ এই ঘটনার নাম দিয়েছেন ‘কিস ক্যাম স্ক্যান্ডাল’, আবার কেউ বলছেন ‘কোল্ড-প্লে গেট’। এই পরকীয়ার ঘটনা ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। শুরু হয়েছে নানা রকম মিম শেয়ার, তাতে পিছিয়ে থাকেননি জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী।

শনিবার সকালেই ঊষসী তাঁর ফেসবুক টাইমলাইনে একটি মিম পোস্ট করেন। তার ক্যাপশন এ লেখা, ‘ভাই এ টা আবার কে বানাল’, পাঠিয়েছেন পরিচালক রানা সরকার। সেই মিমে একদিকে দেখা যাচ্ছে  অ্যান্ডি বাইরনের স্ত্রী, তাঁর সংসার এবং ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত, ঠিক যেমনটা শ্রীময়ী ধারাবাহিকে দেখা যেত। আর তার বিপরীতেই রয়েছে ‘অ্যাস্ট্রোনমার’ কোম্পানির দুই সহকর্মীর কনসার্টে আপত্তিকরভাবে ক্যামেরাবন্দি হওয়ার ছবি। এই দুই ছবির সংযোগ টেনে মিমতে বোঝানো হয়েছে, যেন শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ্য জুন আন্টির সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ঠিক যেমনটা ধারাবাহিকে তাঁদের সমীকরণ ছিল।এই ধারাবাহিকে শ্রীময়ীর চরিত্রে ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার,জুনের চরিত্রে ঊষসী চক্রবর্তী ও অনিন্দ্যর চরিত্রে সুদীপ মুখোপাধ্যায়।

এই পরকীয়া এবং স্ক্যান্ডালের আবহে নেটিজেনরা টেনে এনেছেন এক সময়ের বহুল চর্চিত রেখা-অমিতাভ বচ্চনের নাম।

গুঞ্জন শোনা যায়, ৭০-এর দশকে ‘দো অনজানে’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। তারপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ—‘মুকাদ্দর কা সিকন্দর’, ‘সুহাগ’, ‘মৃগয়া’—আর তারই মধ্যে ক্রমশ ঘনিষ্ঠতা। বলিউডের অলিতে গলিতে তখন কান পাতলেই শোনা যেত, অমিতাভ বচ্চনের মন কেড়েছেন রেখা, যাঁর তখনকার বৈবাহিক জীবনে জয়া বচ্চন ছিলেন উপস্থিত।

সবচেয়ে জোরালো জল্পনা তৈরি হয় ১৯৮১ সালের ‘সিলসিলা’ ছবি ঘিরে—যেখানে পর্দায় ঠিক সেই প্রেমত্রিভুজ দেখানো হয়, যেটা নাকি বাস্তবেও ঘটছিল। নেটিজেনদের একাংশ মনে করেন, বাস্তব জীবনের সম্পর্কের ছায়া পড়েছিল সেই ছবিতেও। যদিও কেউ কখনও সেই সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেননি—না রেখা, না অমিতাভ।
তবু বছরের পর বছর ধরে বলিউডের বাতাসে ভেসে বেড়ানো এই ‘অপ্রকাশ্য প্রেম’ বারবার ফিরে এসেছে আলোচনায়, যেমনটা ফিরল এবার কোল্ড-প্লে কাণ্ডে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *