নতুন ইতিহাস, মেসির দেশের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ জয় মিনার্ভার ছোটদের

ভারতের জাতীয় দলে জয় নেই, এখন কোচও নেই, র্যাঙ্কিংয়ে ক্রমশ পিছিয়ে চলেছে। ভারতীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ লিগ আইএসএল আপাতত স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এরমধ্যেই যেন ফুল ফুটিয়ে আশার সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখল ছোটরা। সুইডেনে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের ক্লাব। দ্বিতীয়বারের মতো গোথিয়া কাপ জিতে নিল মিনার্ভা অ্যাকাডেমি এফসি। ফাইনালে আর্জেন্টিনার সিইএফ ১৮ তুচামেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দেশের সেরা হল মিনার্ভার যুবরা। ২০২৩ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে গোথিয়া কাপ জিতে নজির গড়েছিল মিনার্ভা। এবার ফের একবার মেসির দেশের ক্লাবকে হারিয়ে গর্বিত করল মিনার্ভা। অনূর্ধ্ব ১৪ এই টুর্নামেন্টের ফাইনালে মিনার্ভার হয়ে গোলগুলি করেন রিথাম, ইয়োহেনবার, রাজ ও ডেনামনি।
গোটা টুর্নামেন্টেই এবার অসাধারণ পারফরম্যান্স দেখায় মির্নাভার ছোটরা। গোথিয়া কাপের নকআউটে প্রবেশ করে রেকর্ড তৈরি করেছিল মিনার্ভা। একটাও না হেরে তারা নকআউটে প্রবেশ করে। গ্রুপস্তরে তারা তিন ম্যাচে করেছিল ২২ গোল। আবার শেষ ৩২ ও শেষ ১৬ তে তারা গোল করে যথাক্রমে ৯ ও ৫ । কোয়ার্টার ফাইনাল তারা জেতে ৩-১ গোলে, সেমি ফাইনাল জেতে ২-০ গোলে। এ বার ফাইনালে করল ৪ গোল। সব মিলিয়ে বিশ্ব যুব কাপ অর্থাৎ গোথিয়া কাপের সাত ম্যাচে ৫১ গোল করে অনন্য নজির গড়েছে মিনার্ভা। তারা গোল হজম করেছে মাত্র একটা।
ফাইনালে ১৫ মিনিটে রিথামের গোলে এগিয়ে যায় মিনার্ভা। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় ক্লাব। দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে শুরু করে মিনার্ভা। ৪০ মিনিটের এই ম্যাচে ২৯ থেকে ৩৫ মিনিট, এই পাঁচ মিনিটে পরপর তিন গোল করে আর্জেন্টিনা ক্লাবের ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দেয়।২৯ মিনিটে গোল করেন ইয়োহেনবার। ৩২ এবং ৩৪ মিনিটে গোল করে যথাক্রমে রাজ এবং ডেনামনি। ম্যাচ শেষ হতেই উল্লাসে মেতে ওঠে ভারতের খুদে প্রতিভাবানরা।