মায়ের হাত ছুঁয়ে ছোট্ট গোলাপি আঙুল, এক মাসের মাথায় ছেলের ঝলক প্রকাশ্যে আনলেন পিয়া
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বয়স মাত্র এক মাস। গত পিতৃদিবসেই ছেলের সঙ্গে আঙুল ছোঁয়ানো ছবি ভাগ করে নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এ বার সেই পথেই হাঁটলেন পিয়া চক্রবর্তী। সমাজমাধ্যমে ছেলের একটি ঝলক প্রকাশ্যে আনলেন তিনি। তবে কোনও ছেলের মুখ দেখাননি তিনি। শুধুই ছোট্ট ছোট্ট আঙুল। শক্ত করে ধরে মায়ের হাত। ছবির ক্যাপশনে পিয়া লেখেন, ‘মাম্মাস্ বেবি’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘মায়ের আদরের সন্তান’।

গত ২ জুন নতুন বাবা-মা হিসেবে নতুন যাত্রা শুরু হয়েছে পরম এবং পিয়ার। এখনও পর্যন্ত ছেলেকে প্রকাশ্যে না আনলেও, তাঁর আগমনে জীবন যে আমূল বলেছে, তা অকপটেই স্বীকার করে নিয়েছেন অভিনেতা। পর্দায় তো আগেও বাবার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বাস্তবে বাবা ভূমিকায় আসার পর যেন এক ঘোরের মধ্যেই রয়েছেন তিনি। আডিশনকেই বলেছিলেন, “ভাবতেই কেমন লাগছে। আমরা নাকি একটা ছোট্ট চরিত্র সৃষ্টি করেছি…” অভিনেতার খুব সহজ-সরল স্বীকারোক্তি, “আমি এক ঘুমে রাত কাবার করা মানুষ। সেটা এখন আর হচ্ছে না। অন্তত তিনবার তো উঠতেই হচ্ছে রাতে।” বাবা-মা যে পুরোদমে ছেলেকে নিয়ে ব্যস্ত বোঝাই যাচ্ছে।
অভিনেতা জানিয়েছিলেন, তাঁর কাছে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তিনি বলেন, “অনেক বন্ধুবান্ধবদের শিশুদের দেখেছি। পর্দায় নবজাতকদের দেখেছি। কিন্তু আমার নিজের যখন সন্তান ভূমিষ্ঠ হল, আমি এবং পিয়া একজন প্রাণকে জন্ম দিয়েছি, এটা উপলব্ধি করতেই সময় চলে যাচ্ছে। এটা ভাষায় ব্যক্ত করার মতো অনুভূতি নয়। আজ থেকে পাঁচ-দশ বছর পর হয়তো গুছিয়ে লিখতে পারব।”