স্ত্রীকে ‘মা’ সম্বোধন সঞ্জয় দত্তের, মান্যতার জন্মদিনে ভালবাসা উজাড় করলেন ‘সঞ্জু’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ব্যক্তিগত জীবন হোক বা অভিনয় জীবন, বলিউডে তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। মাদক-কাণ্ড থেকে শুরু করে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, এক সময় সংবাদের শিরোনামে কম দেখা মেলেনি সঞ্জয় দত্তের। তিনি অবশ্য এখন ঘোরতর সংসারী। জয় করেছেন মারণরোগকেও। পুরোপুরি মন দিয়েছেন কাজে। ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। তবে তাঁকে স্ত্রী নয়, নিজের ‘মা’য়ের জায়গায় বসিয়েছেন অভিনেতা। মান্যতাকে ‘মা’ বলেই ডাকেন নাকি তিনি। কিন্তু কেন?

২২ জুলাই, মান্যতার জন্মদিন। এ দিন স্ত্রীর প্রতি নিজের আবেগ উজাড় করে লিখলেন সঞ্জয় দত্ত। এ দিন স্ত্রী ও পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নেন তিনি। অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার শক্তি। তুমিই আমার পরামর্শদাতা। তুমিই আমার জীবনের স্তম্ভ। ঈশ্বর যেন সব সময় তোমাকে সুখ ও শান্তিতে ভরিয়ে রাখেন। মা তোমাকে সব সময় খুব ভালবাসি।’

ক্যাপশন পড়ে অনুরাগীরা কিছুটা অবাক হলেও স্ত্রীকে ‘মা’ সম্বোধন করার নেপথ্যে কারণ আছে বিশেষ। সঞ্জয় দত্তের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা কম-বেশি কারওই অজানা নয়। এক সময়ে ছন্নছাড়া জীবন ছিল তাঁর। তখন সঞ্জয় দত্ত মানেই বিতর্ক। সেই অন্ধকার থেকেই অভিনেতাকে টেনে তুলেছিলেন মান্যতা। তাঁকে ফিরিয়ে এনেছিলেন স্বাভাবিক জীবনে। সঞ্জয় যখন ক্যানসার আক্রান্ত, তখনও তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন মান্যতা। সেই কারণেই প্রতিমুহূর্তে স্ত্রীর কাছে কৃতজ্ঞ অভিনেতা। এই ভরসা এবং স্নেহের দিক থেকেই বেরিয়ে এসেছে ‘মা’ ডাক।

মান্যতাকে বিয়ের আগেও রিচা শর্মা এবং রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সঞ্জয়। ১৯৯৬ সালে মারা যান রিচা। মস্তিষ্কের টিউমরে ভুগছিলেন তিনি। অবশ্য তাঁদের কন্যা ত্রিশলা এখন অনেকটাই বড়। ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন অভিনেতা। সাত বছরের দাম্পত্যে তাঁরা ইতি টানেন ২০০৫ সালে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *