বুধবার ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ৩ বিদেশি নিয়ে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল

বুধবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের উদ্বোধন। যুবভারতীতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়া থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। বর্ণময় অনুষ্ঠানের প্রস্তুতি সাড়া। এবারও থাকছে ‘ফ্লাইপাস্ট’। সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর করবেন ‘এয়ার শো’। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। এরপর ম্যাচ শুরু ৫.৩০ মিনিটে। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে মরশুমের প্রথম টুর্নামেন্ট অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এবার প্রায় নিজের হাতে দল গুছিয়েছেন অস্কার। আনকোরা দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে অবশ্য সজাগ লাল হলুদ কোচ। প্রথম ম্যাচে কেবল তিন বিদেশিকেই পাচ্ছেন অস্কার ব্রুজো। সাংবাদিক সম্মেলনে অস্কার জানান মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নিয়ে নামছেন তিনি। নবাগত দুই বিদেশি মিগুয়েল ফিগেরা এবং কেভিন সিবিলে সবে কলকাতায় পৌঁছেছেন ৷ দলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে ব্রাজিল এবং আর্জেন্তিনার দুই ফুটবলারের৷ তাছাড়া খেলার প্রয়োজনীয় কাগজপত্রও হাতে পাননি দু’জনে। ফলে তাদেরকে বাদ রেখেই দল সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। গতবার ফলাফল যাই হোক না কেন, মরশুম শুরুতেই চাপ দিতে নারাজ অস্কার। তিনি বলেন, ‘আমাদের উপর কোনও চাপ নেই। যত খেলব, তত দায়িত্ব বাড়বে। আমরা জানি, আমাদের থেকে সমর্থকদের কতটা প্রত্যাশা রয়েছে। মাঠে কী করতে হবে জানি। সব টুর্নামেন্টে সেরাটা দেওয়ার জন্যই খেলবে ইস্টবেঙ্গল। গত মরশুমে আক্রমণে আরও ধারালো হওয়া উচিত ছিল। গোলের সুযোগ হাতছাড়া করেছি। এই মরশুমে সদ্য অনুশীলন শুরু করেছি। ফলে বাকি মরশুমে কী হবে, এখনই বলা সম্ভব নয়’। চোটের কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর সার্ভিস পাবে না দল ৷ পিভি বিষ্ণুকে নিয়ে আশঙ্কা থাকলেও প্রথম ম্যাচে কেরল উইঙ্গার খেলবেন বলে জানিয়েছেন অস্কার। ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত মোট ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্বভাবতই, এবার ঘরের মাঠে মর্যাদার এই ট্রফি পুনরুদ্ধার করাই লক্ষ্য লাল-হলুদের।
ডুরান্ড কাপে ফুটবলারদের জন্য এবার ডাক্তারি পরিষেবা দেবে স্বাস্থ্য ভবন। ফলে যেমন থাকবে মেডিক্যাল দল, তেমনই উন্নতমানের অ্যাম্বুলেন্সও।
ডুরান্ডের প্রচারে মাঠে আসার আহ্বান জানাতে দেখা যায় বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে।