ম্যাঞ্চেস্টারে মরণবাঁচন ম্যাচে কেমন হবে একাদশ, আভাস দিয়ে দিলেন শুভমন গিল

0





বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। ভারতের কাছে মরণবাঁচন ম্যাচ। কারণ, এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে। এমন অবস্থায় একের পর এক চোটসমস্যায় জর্জরিত ভারত। আকাশ দীপ, অর্শদীপ সিং, নীতীশ রেড্ডিরা নেই চোটের জন্য। ম্যাঞ্চেস্টার একাদশ কীভাবে সাজানো হবে, তা নিয়ে উত্কণ্ঠা ছিলই। ম্যাচের আগের দিন শুভমন গিল অবশ্য প্রথম একাদশের আভাস দিয়েই দিলেন। সবচেয়ে বড় আপডেট, চোটমুক্ত হয়েছেন ঋষভ পন্থ। শুধু ব্যাটিং নয়, ম্যাঞ্চেস্টারে উইকেট কিপিংও করবেন পন্থ। বোলিং বিভাগ নিয়ে সবচেয়ে বড় চিন্তা ছিল। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিলই। তবে যা পরিস্থিতি তা সম্ভাবনা শেষ হয়ে গেছে। ফলে, সিরাজ-বুমরাহ দু’জনেই খেলবেন। তৃতীয় পেসার হিসেবে অংশুল কম্বোজের অভিষেক প্রায় নিশ্চিত। তবে বিবেচনায় রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। শুভমন বলেন, ‘প্রসিদ্ধ এবং অংশুলের মধ্যে কাকে খেলানো হবে সেটা সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কম্বোজের দক্ষতা জানি। আমরা বিশ্বাস করি, ও আমাদের ম্যাচ জেতাতে পারবে। চোট-আঘাত থাকলে সমস্যা হয়। নীতিশ নেই, আকাশও নেই। তবে আমাদের এমন প্লেয়ার আছে, যারা ২০ উইকেট নিতে পারবে।’ টানা তিন টেস্টে সুযোগ পেয়েও বড় রানের দেখা পাননি করুণ নায়ার।তিন টেস্টের পর তাঁর রান ১৩১। গড় ২২। তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে চতুর্থ টেস্টেও তাঁকে রেখে দেওয়ার আভাসই দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় বড় রান করতে না পারলেও ভালো ব্যাটিং করছেন করুণ। প্রথম ম্যাচে নিজের পছন্দের পজিশনে ব্যাট করার সুযোগ পাননি উনি। একবার হাফ সেঞ্চুরি বা বড় রান পেলেই চেনা ছন্দে দেখা যাবে ওঁকে। টিম ম্যানেজমেন্টের ভরসা রয়েছে ওঁর উপরে।’ এদিকে নীতীশ রেড্ডির বদলে খেলতে পারেন ধ্রুব জুরেল এবং সাই সুদর্শনের মধ্যে একজন। তবে শেষমুহূর্তে দুই স্পিনারের কথা ভাবলে, কুলদীপকেও খেলানো হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *