একমাস হয়ে গেল, ‘সিরাজ’কে হারানোর শোক ভুলতে পারছেন না সায়ন্তিকা, সান্ত্বনা দিলেন মিমি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক মাস হয়ে গেলেও কিছুতেই ভুলতে পারছেন না প্রিয় ‘সিরাজ’-এর মৃত্যু। ২২ জুন, রবিবার সকাল সাতটায় তাঁর দীর্ঘদিনের সঙ্গী, প্রিয় পোষ্য সিরাজকে হারিয়েছেন বিনোদন ও রাজনৈতিক জগতের পরিচিত মুখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘদিনের সঙ্গী, প্রিয় পোষ্য সিরাজকে হারিয়েছেন তিনি। এ কথা তিনিই জানিয়েছেন সোশাল মিডিয়ায়। সেসব ছবিতে কোথাও সিরাজকে দেখা যাচ্ছে তাঁর পাশে শান্ত হয়ে বসে থাকতে, কোথাও আবার জানলা দিয়ে উঁকি মারছে সে, আর কোথাও দুষ্টু-মিষ্টি খুনসুটিতে মেতে আছে সায়ন্তিকার সঙ্গে।

সায়ন্তিকা লিখেছেন, ‘সিরাজ…রবিবার, সকাল ৭:০০টা ২২।০৬।২০২৫…RIP ৷ তুমি আমার পুরো হৃদয় তোমার সঙ্গে নিয়ে গিয়েছো…তোমাকে ছাড়া জীবন আর আগের মতো থাকবে না ৷ আমি তোমাকে ভালবাসি ৷ আমার পৃথিবী… আমরা তোমাকে ভালবাসি সিরাজ ৷’ এই কথাগুলো থেকেই বোঝা যায়, সিরাজ শুধু একটি পোষ্য ছিল না, সায়ন্তিকার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সিরাজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবিও তিনি শেয়ার করেছেন। কখনো সিরাজকে জানলা দিয়ে উঁকি মারতে দেখা যাচ্ছে, কখনো সায়ন্তিকার সঙ্গে খুনসুটিতে মেতে আছে।

সায়ন্তিকা বরাবরই একজন পশুপ্রেমী হিসেবে পরিচিত। প্রায়শই তিনি তাঁর পোষ্যদের সঙ্গে কাটানো সময়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতেন। সিরাজের সঙ্গে তাঁর অগণিত ছবিই প্রমাণ করে তাদের মধ্যে কতটা গভীর বন্ধন ছিল।প্রিয় সিরাজের নামটিকে আজীবনের স্মৃতি করে তুলেছেন একটি ট্যাটু একে। আঙুলের গায়ে সযত্নে লিখেছেন ‘সিরাজ’।


এই কঠিন সময়ে সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা। অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি নিজেও একজন পশুপ্রেমী, সায়ন্তিকাকে সান্ত্বনা জানিয়ে লিখেছেন, ‘রেইনবো ব্রিজের ওপারে আমরা আবার তাদের সঙ্গে দেখা করব।’ সুদীপা চট্টোপাধ্যায়ও সায়ন্তিকাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ও তোমার কাছে ঠিক ফিরে আসবে। অথবা ও এমন কাউকে পাঠাবে, যে তোমাকে শোক থেকে টেনে বার করে নিয়ে আসবে।’

শোক বড় নিঃশব্দ। কিন্তু কিছু সম্পর্ক থাকে, যেগুলো শব্দ ছাড়াও গভীর। সিরাজ ছিল সেই রকমই—একজন নির্ভরযোগ্য সঙ্গী, যাকে হারিয়ে আজ সায়ন্তিকার জীবনটাও খানিক থমকে গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed