ভারতীয় কোচ পদে আবেদন বার্সা কিংবদন্তি জাভির, দ্রুত খারিজ করে দিল ফেডারেশন

এ সুযোগ বারবার আসে না। এ বার এসেছিল, হেলায় সেই সুযোগ হারাল ভারতীয় ফুটবল ফেডারেশন। একেবারে নির্বিকার! ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আবেদন করেছিলেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। যদিও ভারতীয় ফুটবল ফেডারেশন সেই আবেদন খারিজ করে দিয়েছে। ভাবা যায়! কারণ কী, না অর্থাভাব! এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় কোচের পদে আবেদন জানিয়েছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজার স্টিভ কিন, স্তেফান তারকোভিচ, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, কিবু ভিকুনা, ইলকো শ্যাটোরি, খালিদ জামিল, সঞ্জয় সেনের মতো কোচেরা। তেমনই তালিকার একেবারে নিচে ছিল এক বিস্ময়কর নাম : জাভি হার্নান্ডেজ। সবুজ রঙে চিহ্নিত সেই নাম – বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও প্রাক্তন কোচ জাভি, যিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে ৭০০-র বেশি ম্যাচ খেলেছেন। উল্লেখযোগ্যভাবে, অন্যান্য আবেদনকারীদের মতো তার যোগাযোগ নম্বর দেওয়া ছিল না। শুধু দেখা গিয়েছে, আবেদনটি পাঠানো হয়েছে তার ব্যক্তিগত ইমেইল থেকে। এআইএফএফের জাতীয় দলের টিম ডিরেক্টর সুব্রত পালও স্বীকার করে নেন যে জাভি আবেদন জানিয়েছিলেন এআইএফএফের কাছে। টেকনিক্যাল কমিটির এক সদস্য নাম প্রকাশ না করেই জানান, ‘জাভি যদি ভারতীয় ফুটবলের কোচ সত্যি হতে চাইত, তাহলেও ভারতের পক্ষে তাঁকে নেওয়া যেত না, এই পদে তাকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো।’ তাই ফেডারেশন বিষয়টি আর এগিয়ে নিয়ে যায়নি। এমন একজন বিশ্বখ্যাত ফুটবল ব্যক্তিত্ব ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন –বিষয়টা অভাবনীয় বলেই মনে করছেন অনেকে। ভারতীয় দলের নতুন কোচ বাছাই প্রক্রিয়া সম্পর্কে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘দেশ ও বিদেশ থেকে আসা ১৭০টি আবেদনের মধ্যে তিনজনকে বাছাই করা হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী এরপর একটি নির্বাচন কমিশন গঠন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিন জনের মধ্যে কোচের দৌড়ে এগিয়ে খালিদ জামিলই। তার কারণ তিনি ভারতীয় এবং কোচ হিসেবে সফলও। আর খরচও অনেক কম। কারণ ভারতের ফুটবলপ্রেমীরা যতই বিশ্বকাপ খেলার একদিন স্বপ্ন দেখুক না কেন, ফেডারেশনের ভাবনায় সেসব কিছুই হয়তো নেই।